ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুরুতর পথ দুর্ঘটনায় বিনামূল্যে মিলবে তাৎক্ষণিক চিকিৎসা (Accident Insurance)। কেননা পথ দুর্ঘটনার ক্ষেত্রে প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই সময় কে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। অর্থাৎ, দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টা সময় জীবনদায়ী চিকিৎসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই সময় যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি না হয় সেই জন্য প্রথম এক ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের নির্দেশ (Accident Insurance)
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দুর্ঘটনার কবলে পড়লে প্রথম এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে হবে (Accident Insurance)। এই বিষয়ে কেন্দ্র সরকারকে একটি প্রকল্প আনার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। যে প্রকল্পে কোনো দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে প্রথম এক ঘণ্টায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে। যাতে প্রথম এক ঘণ্টার জীবন দায়ী গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়।
কেন এই নির্দেশ (Accident Insurance)
তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বেসরকারি হাসপাতালের একজন অস্থিশল্য বিভাগের চিকিৎসক একটি রিট পিটিশন দিয়েছিলেন সুপ্রিম কোর্টে (Accident Insurance)। সেই চিকিৎসকের দাখিল করা একটি রিট পিটিশনের শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ।
আরও পড়ুন: Ritwick Chakraborty: মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে গুণী অভিনেতা, নিজেকে ভাগ্যবান বললেন ঋত্বিক
কবে তৈরি হবে প্রকল্প?
সুপ্রিম কোর্টে এই নির্দেশ অনুযায়ী দ্রুত কেন্দ্রকে প্রকল্প আনতে হবে। যাতে দুর্ঘটনার এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়।সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ১৪ মার্চের মধ্যে কেন্দ্রকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।আদালত বলেছে, ২১ মার্চের মধ্যে প্রকল্পের প্রতিলিপি আদালতে নথিভুক্ত করতে হবে।সঙ্গে একটি হলফনামায় সড়ক পরিবহণ এবং হাইওয়েজ় মন্ত্রকের সংশ্লিষ্ট আধিকারিককে ব্যাখ্যা করতে হবে, কোন পদ্ধতিতে প্রকল্পটি কার্যকর করা হবে।
আরও পড়ুন: Raghu Dakat: খাদানের পর ঝড় তুলবে দেবের রঘু ডাকাত, প্রস্তুতি শুরু
বিচারপতিদের ব্যাখ্যা
এই মামলার শুনানিতে বিচারপতিরা জানান, দুর্ঘটনার পরে প্রথম এক ঘণ্টায় আহত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য কেন্দ্র। মোটর ভেহিকল্স অ্যাক্ট অনুযায়ী,১৬২ ধারা অনুসারে ওই সময়ে বিনামূল্যে চিকিৎসা দিতে একটি প্রকল্পও থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছেন, ২০২২ সালের সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলসটি একেবারেই কোনো কাজেরই নয়। যদি সেক্ষেত্রে ১৬২ নম্বর ধারার দ্বিতীয় উপধারা অনুযায়ী কেন্দ্র প্রকল্প তৈরি না করে।

‘’কেন প্রয়োজন প্রকল্প’’শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, বহু দুর্ঘটনার ক্ষেত্রেই দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা শুরুর আগে পুলিশ পৌঁছনোর জন্য অপেক্ষা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কখনো কখনো হাসপাতালে চিকিৎসার খরচও অনেক বেশি হয়। সে ক্ষেত্রে আহতদের পরিবারের থেকে চিকিৎসার খরচ পাওয়া নিয়ে চিন্তায় থাকে হাসপাতাল গুলি।এজন্য চিকিৎসায় অহেতুক দেরি হয়।এই সব কারণেই প্রকল্পটির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।