ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল (SSC 2016 Panel Cancel) বাতিল করল সুপ্রিম কোর্ট। বাতিল এসএসসির ২০১৬ সালের ২৬ হাজারের প্যানেল। চাকরি হারালেন ২৫, ৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। তবে জানা যাচ্ছে একজনের মাত্র চাকরি থাকল বহাল তিনি হলেন নলহাটির ক্যানসার আক্রান্ত সেই সোমা দাস। মানবিক কারণে তাঁর চাকরি বহাল রেখেছে কোর্ট।
২০১৯ সালে ক্যানসার ধরা পড়ে (SSC 2016 Panel Cancel)
ফেব্রুয়ারি থেকে ব্লাড ক্যানসারে ভুগছেন বীরভূমের নলহাটির মেয়ে সোমা। ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন সোমা দাস (SSC 2016 Panel Cancel)। তাঁর অভিযোগ ছিল নিয়োগের মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁকে চাকরি দেওয়া হয়নি। সোমা চাকরি পেলেও ২০১৬ সালের প্যানেলের চাকরিরতদের ভাগ্য দীর্ঘদিন ঝুলে ছিল আদালতে। এরপর সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয় হাই কোর্টে। তার মধ্যেই ২০১৯ সালে ক্যানসার ধরা পড়েছিল তাঁর। হাইকোর্টের নির্দেশে এই সোমা দাস ২০২২ সালের ১৮ এপ্রিল বীরভূমের মধুরা হাইস্কুলে যোগ দেন। জানা গেল মানবিক কারণেই তাঁর চাকরি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
২৬ হাজারের চাকরি বাতিলের নির্দেশ (SSC 2016 Panel Cancel)
গত এপ্রিলে ২৬ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এরপরই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টে। চাকরি বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে গতবছর ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে যায় শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করল শীর্ষ আদালত। ২০১৬ সালের ২৬ হাজারের SSC প্যানেল বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। ১২ শতাংশ সুদ-সহ টাকা ফেরানোর নির্দেশও দেওয়া হয়। কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে,ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি থাকবে।
আরও পড়ুন: SSC Recruitment Case: কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা, দিতে হবে দুর্নীতির মাশুল!
মানবিক কারণে বজায় চাকরি
এই বিষয়ে হাইকোর্টের রায়কে বজায় রাখল উচ্চ-আদালত। শুধু মানবিক কারণে বজায় রইল সোমা দাসের চাকরি। নিয়োগ মামলায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ গতবছর ২৬ হাজার চাকরি বাতিল করলেও সোমার চাকরি বহাল রেখেছিল। সেই রায় বহাল থাকল শীর্ষ আদালতেও, অর্থাৎ সোমা রায় শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আমি শুনেছি সোমা দাস চাকরি করবেন।” সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, সোমা ছাড়া বাকি কোনও প্রতিবন্ধীদের কোন বাড়তি সুবিধা নয়। তারাও পরীক্ষা দেবেন।