ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উৎসবের আমেজ শুরু না হতে হতেই বিষাদের সুর বাঁশদ্রোণীতে। কোচিং সেন্টারে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার। দীনেশ নগরের (Dinesh Nagar) ১১৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে প্রশাসনকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও।
মহালয়ার সকালে মায়ের কোল খালি। বুধবার সকাল ৭টা নাগাদ কোচিং সেন্টারে যাওয়ার পথে পে লোডারে পিষ্ট স্কুল পড়ুয়া। বাঁশদ্রোণীর দীনেশ নগরের ১১৩ নং ওয়ার্ডের রাস্তা সাড়াইয়ের কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনা। জানা গেছে, অটো স্ট্যান্ডের সামনে একটি গাছের গোড়ায় সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল পড়ুয়া। পে লোডার বা জেসিবিটি যাওয়ার সময় পড়ুয়াকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে নবম শ্রেণির পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: https://tribetv.in/durga-puja-special-metro-in-kolkata/
ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণীর স্থানীয় বাসিন্দারা
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা বাঁশদ্রোণী চত্বরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৭ বছর ধরে বেহাল দশা রাস্তার। কখনও অর্ধেক কাজ হয় আবার কখনও কাজ হয়ই না দীর্ঘদিন। একাধিকবার কাউন্সিলরকে বলেও কোনও লাভ হয়নি বলেই দাবি এলাকাবাসীর। পুজো আসতেই তড়িঘড়ি কাজ শুরু করেছে। এই অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে বলেই অভিযোগ। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায়, ঘাতক জেসিবি ভাঙচুর করেন স্থানীয়রা।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই বিক্ষোভ চরমে পৌঁছায়। পুলিশ ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। ‘কাউন্সিলর এলে তবে যেতে দেওয়া হবে পুলিশকে। কোথায় কাউন্সিলর? কেন দেখা নেই? ৭ বছর ধরে রাস্তার কী হাল, কাউন্সিলর এসে দেখুক’। কাউন্সিলর হায় হায়, স্লোগান এলাকাবাসীর।