ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে এখন টানটান গল্প। কী হতে চলেছে আগামী পর্বগুলোতে? কার দোষে শাস্তি পাচ্ছে অনির্বাণ (Anirban) ? আবারও সুখের সংসার ভাঙতে বসেছে রাইয়ের (Rai)। কারোর কথা শোনেনি সে। আর তাই কি এবার ভুলের মাশুল গুনবে রাই?
চক্রান্তের জালে অনির্বাণ (Mithijhora)
নীলাঞ্জনা অর্থাৎ রাইয়ের বোন নীলু (Nilu), তার পরিকল্পনায় সফল (Mithijhora)। সে চেয়েছিল দিদির সংসার তছনছ করে দিতে। আর সেটাই করেছে। প্রথমে ভালো মানুষ সেজে রাইয়ের বাড়িতে গিয়েছে। তারপর চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে অনির্বাণকে। যার জেরে অ্যারেস্ট হয়েছে অনির্বাণ। অপরদিকে অন্তঃসত্ত্বা অবস্থায় ভেঙে পড়েছে রাই। সে তার বোন নীলুকে বিশ্বাস করছে বেশি।
বড় ভুল করল রাই! (Mithijhora)
প্রশ্ন তুলছেন এই ধারাবাহিকের বহু অনুরাগী (Mithijhora)। রাই কি তবে বড় ভুল করল? যে বোন তার বারবার ক্ষতি করতে চেয়েছে, সেই বোনকেই সে বিশ্বাস করল। অবিশ্বাস করল অনির্বাণকে। এর আগে দেখা গিয়েছে, অনির্বাণ বহুবার রাইকে অবিশ্বাস করেছে। যার জেরে সম্পর্কে এসেছে বহু টানাপোড়েন। আর এবার রাই ভরসা করতে পারল না অনির্বাণের উপর। বহু অনুরাগীর মতে, রাই অনির্বাণের সম্পর্কের ভিত এখনও মজবুত নয়। তাই তো একে অপরের প্রতি এত অবিশ্বাস। না হলে একটা সম্পর্কে এত দোলাচলতা থাকা প্রায় অস্বাভাবিক।

স্বপ্ন ভঙ্গ
গরাদের ভিতর থেকে এখন রাইয়ের অবিশ্বাসের কথা মনে করে কাঁদতে হচ্ছে অনির্বাণকে। কেমন হতে চলেছে রাই আর অনির্বাণের আগামী জীবন? নীলু তো ষড়যন্ত্র করেছে, আর অপরদিকে রাইয়ের ভুলের মাশুল গুনতে হচ্ছে অনির্বাণকে। তারা দুজনে যে সুখী পরিবারের স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন হয়ত ভেঙে গেল।
আরও পড়ুন: Iman Chakraborty: গড়িয়াহাটে চৈত্র সেলের শপিংয়ে ইমন! দরদাম করে কী কিনলেন? দেখুন….

মুখ্য চরিত্রে অভিনয়
এই ধারাবাহিকে মুখ্য চরিত্র রাই এবং অনির্বাণ। এই দুই চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং সুমন দে (Suman Dey)। অপরদিকে খল চরিত্র নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা বসু (Debadrita Basu)।
আরও পড়ুন: Sudip Sarkar: নতুন সঙ্গীকে নিয়ে ক্লান্ত অভিনেতা, ঘুম হারিয়েছেন সুদীপ!

স্রোত-সার্থকের কেমিস্ট্রি
একটা সময় মিঠিঝোরা ধারাবাহিক টিআরপিতে বেশ ভালো ফলাফল করত। এখন টিআরপি একটু কমলেও, জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এখনও দর্শক সমানভাবে রাই অনির্বাণের গল্পকে ভালোবাসে। এছাড়াও এই ধারাবাহিকের স্রোত এবং সার্থকের কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দের। এখনও স্রোত স্বার্থককে তার মনের কথা জানায়নি। অথচ স্রোত এবং সার্থক দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসে। কিন্তু মুখ ফুটে সেই ভালবাসার কথা তারা বলতে পারে না। তবে তাদের সম্পর্কের রসায়ন ভীষণ মিষ্টি। মিঠিঝোরা ধারাবাহিক সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়, প্রতি সোম থেকে শুক্র, ঠিক রাত দশটা পনেরো মিনিটে।