ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুম্বাইয়ের (Mumbai) রাস্তায় অনুরাগীদের ভিড়ের মাঝে এ কি করলেন রণবীর সিং (Ranveer Singh)? তাঁকে দেখতে রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভক্তরা। বলিউড (Bollywood) এই সুপারস্টারকে একটু ছুঁয়ে দেখার জন্য পাগলের মতো ব্যবহার করতে থাকেন অনুরাগীরা। দেখে তো অবাক রণবীর। মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে এভাবে বিড়ম্বনায় পড়বেন, তিনি ভাবতেও পারেননি।
জন সুনামির মধ্যে রণবীর (Ranveer Singh)
মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে রীতিমত জন সুনামির মধ্যে পড়ে গেলেন রণবীর সিং (Ranveer Singh)। গাড়ি পর্যন্ত পৌঁছতে গিয়ে বড় অসুবিধায় পড়লেন তিনি। শুধু তাই নয়, অভিনেতাকে পুলিশের সাহায্য পর্যন্ত নিতে হয়েছে। শোনা যাচ্ছে, ভিড়ের মধ্যে কেউ হাত দিয়ে অভিনেতাকে খোঁচালেন। আবার কেউ বা অভিনেতাকে ছুঁতে দেখতে গিয়ে অজান্তে আঘাত করে ফেললেন। এমনকি হাত ধরে টানতে দেখা গেল অনুরাগীদের।
ভিড়ে জেরবার অভিনেতা (Ranveer Singh)
ওই ভিড়ের মধ্যে রীতিমত জেরবার হয়ে যান রণবীর (Ranveer Singh)। ইতিমধ্যেই সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা ভেবেছিলেন ‘ধুরন্ধর’ লুকে সবাইকে চমকে দেবেন। এটা ঠিক যে, অভিনেতা সবাইকে চমকে দিয়েছেন। কিন্তু তাঁকে ছেঁকে ধরে শয়ে শয়ে ভক্ত। শুধুমাত্র রণবীরকে একবার ছুঁয়ে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। কেউ অভিনেতার পেটে খোঁচা দেন, কেউ বা ওই ভিড়ের মধ্য থেকেই হাত ধরে টানেন। যা রণবীর একেবারেই আশা করেননি।
এগিয়ে আসে পুলিশ
অভিনেতা ভেবেছিলেন, তাঁকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যাবে। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, তিনি গাড়ি পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না। অবশেষে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসে পুলিশ। গাড়ি পর্যন্ত পৌঁছাতে রণবীরকে কড়া নিরাপত্তার সাহায্য নিতে হয়।
আরও পড়ুন: Mithijhora: ভালোবাসার মানুষকে অবিশ্বাস, আরাত্রিকার ভুলে পুলিশের জালে সুমন!
ভাগ্য ভালো যাচ্ছে রণবীরের
এই মুহূর্তে রণবীর সিংয়ের ভাগ্য বেশ ভালো যাচ্ছে বলতে হয়। একটা সময় বলিউডকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু বিগত কয়েক বছরের হিসাব করলে, তাঁর কেরিয়ারে বেশ মন্দা যাচ্ছে। যদিও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। সেটাই প্রমাণ করে দিল সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও।
আরও পড়ুন: Iman Chakraborty: গড়িয়াহাটে চৈত্র সেলের শপিংয়ে ইমন! দরদাম করে কী কিনলেন? দেখুন….
জম্বির ভূমিকায় অভিনেতা
রণবীরকে বলা হয় বলিউডের খিলজি। আর তাঁকে দেখতে জনতা ভিড় করবে না, এটা হতেই পারে না। করোনা মহামারীর সময়ের পর থেকেই রণবীরের হাতে সেভাবে সুপারহিট ছবি নেই। ‘ডন ৩’ নিয়ে কাজ করার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত রয়েছে। এছাড়াও শোনা গিয়েছিল, সুপারহিরো শক্তিমান রূপে তিনি বড়পর্দায় ধরা দেবেন। সেই পরিকল্পনাও নিয়েও আপাতত কোনও কথা শোনা যাচ্ছে না। রণবীর সিংকে নাকি ছাড়পত্র দেননি মুকেশ খান্না। কয়েকদিন আগে একটি ছবি ভীষণ ভাইরাল হয়েছে। বলিউডের অন্দরের গুঞ্জন বলছে, এবার রণবীরকে দেখা যাবে থ্রিলার হরর ঘরানার ছবিতে। যেখানে তিনি অভিনয় করবেন জম্বির ভূমিকায়। শুধু তাই নয়, খুব শীঘ্রই শুরু হবে ‘ডন ৩’ ছবির কাজ।