ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড ছেড়ে এবার নাকি হলিউডে (Hollywood) নাম লেখাতে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)? এমনটাই গুঞ্জনে সরগরম বলিউড। কোন ছবিতে বলিউডের ‘অ্যানিম্যাল’ নতুন রূপে ধরা দিতে চলেছেন? এই প্রশ্নের উত্তরই জানতে চাইছেন রণবীর অনুরাগীরা। কতদূর এগোল হলিউডে রণবীরের ছবির কাজ? সত্যি কি তবে এবার কাপুর নন্দনকে দেখা যাবে হলিউডে?
প্রাথমিক পর্যায়ে আলোচনা (Ranbir Kapoor)
বলিউডের তারকাদের হলিউডে দেখতে পাওয়া একেবারেই নতুন নয় (Ranbir Kapoor)। তবে নায়িকাদের তুলনায় নায়করা একটু পিছিয়ে রয়েছেন। এবার নিজের কেরিয়ারে এক কদম এগিয়ে গেলেন রণবীর কাপুর। বলিউডের অন্দরের ফিসফাস বলছে, জেমস বন্ডের (James Bond) ছবির প্রযোজনা সংস্থা ইতিমধ্যেই রণবীর কাপুরের সঙ্গে কথা শুরু করে দিয়েছে। প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে।
শুরু হবে নতুন যুগ! (Ranbir Kapoor)
এই মুহূর্তে রণবীর (Ranbir Kapoor) বড্ড ব্যস্ত। তাঁর হাতে রয়েছে একাধিক বলিউড ছবি। বাজেট নেহাত কম নয়। তার মাঝেই গুঞ্জন বলছে, তিনি এবার হলিউডে এন্ট্রি নিলেন। তাও আবার অ্যাকশন পরিচালক মাইকেল বে (Michael Bay) পরিচালিত বন্ড ফ্র্যাঞ্চাইজিতে। এর পাশাপাশি শুরু হতে চলেছে একটা নতুন যুগ। কেনই বা বলা হচ্ছে এমন? আসলে এর আগেও এই পরিচালকের হাতে ব্লকবাস্টার হয়েছে ‘ট্রান্সফর্মাস’ থেকে শুরু করে ‘ব্যাড বয়েজ’। তাঁকে বলা হয় হলিউডের হিট ছবির নির্মাতা। আর তিনি যদি বন্ড সিরিজ পরিচালনা করেন, সেটা যে ধামাকাদার হবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Divyani Mondal: ফুলকি ছেড়ে বাংলাদেশে দিব্যাণী! জল্পনা উড়িয়ে কী বললেন অভিনেত্রী?

কোন চরিত্রে দেখা যাবে?
জেমস বন্ডের এই নতুন ছবিতে রণবীর কাপুরকে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। শোনা যাচ্ছে, বেশ গুরুত্বপূর্ণ চরিত্রই তাঁকে দেখা যাবে। শুধু তাই নয়, এই নতুন ছবির জন্য তাঁর চরিত্র বিবেচিত হয়ে গিয়েছে। এই ছবিতে পালোমা চরিত্রে দেখা যেতে পারে আনা ডে আর্মাসকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন, ব্রিটিশ অভিনেতা চুয়াটেল এজিওফর।
আরও পড়ুন: Manoj Kumar: শোকস্তব্ধ গোটা দেশ, না ফেরার দেশে ‘লগ যা গালে’র অভিনেতা
কেমন হতে চলেছে ছবির গল্প?
জল্পনা আরও জোরদার হয়েছে। সম্প্রতি যখন শোনা গিয়েছে, জেমস বন্ডের গল্প হতে চলেছে সেই পঞ্চাশ ষাটের দশকের প্রেক্ষাপটে। সোজা কথায়, এটি হবে বন্ডের গল্পের প্রিকুয়েল। যেখানে দেখা যাবে, সব থেকে কম বয়সী বন্ড। গম্ভীর পরিণত গুপ্তচরের একেবারেই বিপরীত মেরুর মানুষ। যদিও রণবীরের হলিউডে এন্ট্রি নিয়ে যে গুঞ্জন, তা এখনও গুঞ্জনই রয়ে গিয়েছে। এই খবরে অভিনেতার তরফ থেকে কিংবা এই ছবির টিমের তরফ থেকে কোনও প্রকার সিলমোহর পড়েনি। আপাতত রণবীর ব্যস্ত রয়েছেন তাঁর ‘রামায়ণ’ ছবি নিয়ে। যেখানে তাঁকে সাই পল্লবীর বিপরীতে দেখা যাবে রামের ভূমিকায়। এছাড়াও হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি। এখানে ত্রিকোণ প্রেমের গল্প বলবেন রণবীর সহ আলিয়া ভাট এবং ভিকি কৌশল।