ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Ram Navami In Prayagraj) রামনবমীতে মাসুদ গাজির দরগায় গেরুয়া পতাকা হাতে উঠে পড়ল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। রামনবমীর মিছিল থেকে আচমকা এক দল লোক বেরিয়ে চলে যান দরগায়। গেরুয়া পতাকা নিয়ে চলতে থাকে স্লোগানিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
বাইক ঘুরিয়ে গেরুয়া পতাকা নিয়ে দরগায় (Ram Navami In Prayagraj)
সকাল থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় চলছিল রামনবমীর উদযাপন। মিছিলও বের করে বিভিন্ন হিন্দুবাদী সংগঠন। স্থানীয় সূত্রে খবর, প্রয়াগরাজের সিকান্দার এলাকাতেও রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বেরিয়েছিল (Ram Navami In Prayagraj)। সেখানকার গাজ়ি মিঞা দরগার পাশ দিয়ে যাওয়ার সময় একদল লোক বাইক ঘুরিয়ে গেরুয়া পতাকা নিয়ে দরগায় চলে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, রামনবমীতে প্রয়াগরাজের বাহরিয়া এলাকায় সৈয়দ সালার মাসুদ গাজির সমাধির উপরে গেরুয়া রঙের পতাকা হাতে উঠে যায় ‘মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চ’ নামে একটি সংগঠনের কর্মীরা।
গেরুয়া পতাকা উড়িয়ে স্লোগানিং (Ram Navami In Prayagraj)
জানা গিয়েছে, মনেন্দ্র প্রতাপ সিং নামে এক ব্যক্তির নেতৃত্বে এমএসএসএসএম-এর ২০ থেকে ২৫ জন কর্মী রবিবার বিকেল চারটে নাগাদ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সিকান্দার এলাকায় অবস্থিত এই দরগায় পৌঁছয়। এখানে চার-পাঁচজন দেয়ালের সাহায্যে দরগার ছাদে ওঠে। দরগার মাথায় উঠে কয়েকজন যুবক গেরুয়া পতাকা উড়িয়ে স্লোগানিং দিচ্ছে তো বাকিরা দরগার গেট আটকে গণ্ডগোল করে (Ram Navami In Prayagraj)।
আরও পড়ুন: Acid Attack: বিজেপি নেতার মেয়ের মুখে অ্যাসিড ছুঁড়ে পলাতক দুষ্কৃতী!
গাজী মিয়াঁর বেশ কয়েকটি দরগা
প্রয়াগরাজের দরগার তত্ত্বাবধায়ক সফদর জাভেদ বলেন, মাসুদ গাজির আদি দরগাহ, যা গাজী মিয়াঁ নামেও পরিচিত, বাহরাইচ জেলায় অবস্থিত। এক শতাব্দী আগে প্রয়াগরাজে তাঁর স্মৃতিতে এই দরগা তৈরি করেছিলেন তাঁর অনুগামীরা। ভাদোহি, মুজফফরপুরের মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে গাজী মিয়াঁর বেশ কয়েকটি দরগা রয়েছে। এমন ঘটনা আশা করা যায় না। দিকে ‘মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চ’-এর ‘লেটার প্যাড’-এ জারি করা এক বিবৃতিতে এর কর্মীরা উল্লিখিত দরগাহটিকে অবৈধ বলে দাবি করেছে।
চিহ্নিত করে কড়া অ্যাকশন নেওয়া হবে
খবর পেয়ে ছুটে আসে পুলিশ। সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয় গোটা দলকে। শুধু তাই নয়, গঙ্গানগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলদীপ সিং গুণাওয়াত জানিয়েছেন, যারা এমন কাণ্ড ঘটিয়েছেন, তাদের চিহ্নিত করে কড়া অ্যাকশন নেওয়া হবে। ফুলপুরের এসিপি পঙ্কজ লাভানিয়া বলেন, ‘কয়েকজন যুবক দরগার গেটের উপরে উঠে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে বাহারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দরগার বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ পুলিশ এই ঘটনার তদন্ত করছে।