ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভিডিওতে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা পাশাপাশি হাঁটছেন, ঠিক তখনই একজন লোক অভিনেত্রীকে ধরে টেনে নিয়ে যাচ্ছে (Sreeleela Harassed in Darjeeling)। সামনে থাকা কার্তিক পিছনে ফিরে দেখেন যে তার সহ-অভিনেতা আর তার পাশে নেই। শ্রীলীলা এই ঘটনায় স্পষ্টভাবে হতবাক হয়ে গেছেন এবং সহজাতভাবেই নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন।
অনুরাগ বসুর নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত কার্তিক আরিয়ান ও শ্রীলীলা (Sreeleela Harassed in Darjeeling)
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা (Sreeleela Harassed in Darjeeling) বর্তমানে অনুরাগ বসুর পরিচালনায় এক নতুন রোমান্টিক মিউজিক্যাল ছবির শুটিংয়ে ব্যস্ত। কিছুদিন আগে তারা ছিলেন দার্জিলিংয়ে, সেই শুটিং সেট থেকে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিড়ের মধ্যে হঠাৎ টানা হল শ্রীলীলাকে, নেটদুনিয়ায় ক্ষোভ (Sreeleela Harassed in Darjeeling)
একটি ভিডিওতে দেখা গেছে, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন কার্তিক ও শ্রীলীলা, হঠাৎ করেই এক ব্যক্তি শ্রীলীলাকে টেনে নিয়ে যায় (Sreeleela Harassed in Darjeeling)। কার্তিক তখনও সামনে এগিয়ে যাচ্ছেন, কিছুই টের পাননি। কিছুক্ষণ পরে তিনি পিছনে ফিরে তাকিয়ে দেখেন, তার সহ-অভিনেত্রী আর তার পাশে নেই।
ভিডিওতে শ্রীলীলাকে স্পষ্ট ভীত ও হতভম্ব মনে হয়েছে। আত্মরক্ষার জন্য তিনি নিজের হাতে মুখ ঢাকার চেষ্টা করেন।
আরও পড়ুন: Manasi Ghosh: “শ্রেয়া ঘোষাল বিচারক ছিলেন, কিন্তু ….!” কোন সত্যি ফাঁস করলেন মানসী?
নেটিজেনদের প্রশ্ন, “এটা কি বাস্তব নাকি সিনেমার দৃশ্য?”
এই ভিডিও ঘিরে বিভ্রান্ত অনেকেই। কেউ বলছেন, এটা খুবই বিপজ্জনক ও দুঃখজনক ঘটনা, আরও শক্তিশালী নিরাপত্তার দাবি উঠেছে। কেউ কেউ আবার বলছেন, এটা হয়তো ছবিরই কোনো দৃশ্য।
একজন টুইট করেছেন, “খুব ভয়ের একটা মুহূর্ত ছিল এটা। শ্রীলীলাকে যেভাবে টেনে নেওয়া হল, তা একেবারেই নিরাপদ নয়। বাউন্সারদের আরও সচেতন হওয়া উচিত ছিল। যদি একজন জনপ্রিয় অভিনেত্রী এভাবে আক্রান্ত হন, তাহলে সাধারণ মেয়েদের কী অবস্থা হবে ভাবুন।”
অন্য এক জন লিখেছেন, “এটাই বাস্তব সমস্যা। যারা এই কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু না, আমরা তো ৩০০ বছরের পুরনো সমাধি নিয়ে বিতর্ক করি, অথচ নারীদের নিরাপত্তা নিয়ে কোনো কঠোর আইন আনতে চাই না।”
শ্রীলীলা এখনও এই ভিডিও নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
গ্যাংটকেও শুটিং চলাকালীন ভক্তদের ভিড়, কার্তিককে ঘিরে ধরল জনতা
এই ঘটনার কয়েকদিন আগেই গ্যাংটকে শুটিং চলাকালীন কার্তিককে ঘিরে ধরেন শতাধিক ভক্ত, যারা তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। একটি ভিডিওতে দেখা গেছে, কার্তিক গাড়িতে ওঠার আগেই তাঁকে ঘিরে ফেলেন অনুরাগীরা। শেষমেশ নিরাপত্তা রক্ষীরা তাঁকে গাড়িতে তুলে দেন।
বলিউডে পা রাখছেন শ্রীলীলা, দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ছবি
এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এখনও ছবির নাম ঘোষণা হয়নি, তবে জানা যাচ্ছে, ছবিটি একটি রোমান্টিক মিউজিক্যাল। আগে এই ছবিতে ত্রিপ্তি দিমরি-র থাকার কথা ছিল, তবে কোনও অজানা কারণে তাঁকে সরিয়ে দিয়ে শ্রীলীলাকে কাস্ট করা হয়েছে।
আরও পড়ুন: Manasi Ghosh: ইন্ডিয়ান আইডলে মানসীর সাফল্যের সিক্রেট কী? সুরের সাধনায় কত বছর?
এই বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ছবিটি। একই সময়ে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না অভিনীত ‘থামা’, যার সঙ্গে বক্স অফিসে টক্কর দেবে অনুরাগ বসুর এই নতুন ছবি।