ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে প্রায় দু বছর চার মাস আগে স্টার জলসায় শুরু হয়েছিল জনপ্রিয় সিরিয়াল (Nilanjanaa Senguptaa) হরগৌরি পাইস হোটেল। সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা। কিন্তু এই সিরিয়াল শেষের দিনে একই ফ্রেমে দেখা পাওয়া গেল না তাদের।
নীলাঞ্জনার পোস্ট (Nilanjanaa Senguptaa)
বিগত কয়েক মাস যাব টলিপাড়ায় সমালোচনার শীর্ষে রয়েছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার (Nilanjanaa Senguptaa) বিবাহ জীবন। তাদের দাম্পত্য জীবনের ওঠা পড়ার কথা শোনা গেছে বহুবার। খাতায়-কলমে বিচ্ছেদে সই না করলেও, একই বাড়িতে থাকেন না তারা। এই আবহেই যখন জনপ্রিয় সিরিয়াল শেষের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কখন সেখানে উপস্থিত ছিলেন না যীশু সেনগুপ্ত। অথচ এই সিরিয়ালটির প্রযোজক সংস্থা হল যীশু উজ্জ্বল প্রোডাকশন। কালকের অনুষ্ঠান শেষে নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে লিখলেন, ‘সবশেষের পর নতুন শুরু হয়… হৃদয় জুড়ে শুধু কৃতজ্ঞতা।’
মনখারাপ নীলাঞ্জনার? (Nilanjanaa Senguptaa)
এই পোস্ট প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা মনে করছেন এবার বোধহয় মন খারাপ হয়েছে নীলাঞ্জনার (Nilanjanaa Senguptaa)। যার হাত ধরে এত জনপ্রিয়তা পেল এই সিরিয়াল, সেই নেই সিরিয়াল শেষের অনুষ্ঠানে। এত কিছুর পরেও কর্মবিমুখ হননি নীলাঞ্জনা। শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর সঙ্গে।
শেষের বার্তা
শেষের দিনের অনুষ্ঠানে যীশুকে পাশে না পেলেও দুই কন্যাকে নিয়েই হাজির হয়েছিলেন নীলাঞ্জনা (Nilanjanaa Senguptaa)। শনিবার গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গোটা টিমের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের উজাড় করে দিয়েছেন অকৃত্রিম ভালোবাসা।
আরও পড়ুন: Kangana Ranaut New Film: ৫ বছরের ‘ফ্লপ’ ছবির তকমা উধাও, কত আয় ‘এমার্জেন্সি’-র?
নতুন দিন নতুন কাজ
গতবছরের শেষেই নীলাঞ্জনা তার নিজস্ব প্রোডাকশন হাউস খুলেছেন। তার নাম দিয়েছেন ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’। যার তত্ত্ববধানে এখন জি বাংলায় রীতিমতো রমরমিয়ে চলছে ‘আনন্দী’। ডক্টর আদিদেব লাহিড়ীর ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক, আনন্দীর চরিত্রে রয়েছেন অন্বেষা।

সাজবাহারের সাত-কাহন
এদিন সাদা শার্ট, হাফ কালো ব্লেজার, কালো রংয়ের লুজ প্যান্টে এক বস লেডির লুক লুক ক্রিয়েট করেছিলেন নীলাঞ্জনা। ফর্মাল পোশাকেই দেখা গিয়েছিল জারা ও সারাকেও। মন খারাপের মাঝেও কেক কাটার পর হাসিমুখে তারা পোজ দিয়েছেন ক্যামেরার সামনে।
সবাই ছিলেন অনুষ্ঠানে
‘ হরগৌরী পাইলস হোটেল’-এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই টিমের সকল কলা-কুশলী। টিভির পর্দায় আপাতত শঙ্কর অর্থাৎ রাহুল মজুমদারের দেখা না পাওয়া গেলেও, সিরিয়াল শেষের এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সিরিয়ালের নতুন নায়ক অর্ণবের পাশেই দেখা গেল তাকে। তবে এখনও স্পষ্ট নয় যে এই সিরিয়ালের অন্তিম পর্বে শঙ্কর এবং ঐশানীর একসঙ্গে আবার পর্দায় ধরা দেবেন কিনা।