ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মোথাবাড়ি যাওয়ার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
শর্তসাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি (Suvendu Adhikari)
মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর নির্দেশে জানিয়েছেন, শুধুমাত্র মোথাবাড়ি থানার অধীনে থাকা এলাকাতেই পরিদর্শনে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। প্রস্তাবিত চার জায়গায় যেতে পারবেন তিনি। জানা যায়, গঙ্গাপ্রসাদ অঞ্চল, উত্তর লক্ষ্মীপুর অঞ্চল, মোথাবাড়ি অঞ্চল এবং হামিদপুর অঞ্চল–এই ৪ অঞ্চলে যাবেন শুভেন্দু (Suvendu Adhikari) । ১১ এপ্রিল সকাল ১০ থেকে দুপুর ৩ টের মধ্যে মোথাবাড়ি এলাকায় পরিদর্শনে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীও থাকতে পারবেন। তাঁর সঙ্গে কতগুলো কনভয় যাবে, তা স্থানীয় প্রসাশনকে আগে জানাতে হবে।
আরও পড়ুন: Abhijit Ganguly: এসএসসি অফিসে অভিজিৎ, সঙ্গে চাকরিহারারা, বুধে আসবেন ফের…
পুলিশ সুপার গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন। মোথাবাড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পরিস্থিতি সমস্যাজনক হলে, ফোর্স পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে (Suvendu Adhikari)। তবে কোনও মিছিল করা যাবে না। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ এপ্রিল। সেদিন আদালতে গোটা বিষয়টি রাজ্যকে রিপোর্ট দিয়ে আদালতে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন: Fake Voter: উপনির্বাচনের আগে ‘ভূতুড়ে’ ভোটার ঝাড়াই, সবদলের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের
বিগত বেশ কিছুদিন ধরে মালদহর মোথাবাড়ি অঞ্চল উত্তপ্ত। অশান্তি ও গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে এখনও পর্যন্ত ১৯টি মামলা রুজু করা হয়েছে। অশান্তি চরমে ওঠে। দোকান এবং গাড়িতে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ (Suvendu Adhikari)। পাল্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ছটি মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।