ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঠাকুরপুকুর দুর্ঘটনার (Thakurpukur accident) জের এবার গিয়ে পড়ল ধারাবাহিকে। সেখান থেকে বাদ পড়লেন স্যান্ডি সাহা এবং অভিনেত্রী ঋ (Rii) । ট্রাইব টিভির তরফ থেকে স্যান্ডির (Sandy Saha) সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবরটা সত্যি। তিনি ওই ধারাবাহিক থেকে বাদ পড়েছেন। কিন্তু হঠাৎ কেন ধারাবাহিক থেকে বাদ পড়লেন?
পুলিশি হেফাজতে পরিচালক (Thakurpukur accident)
টিআরপি ভালো আসায় উদযাপন করতে পার্টির আয়োজন করেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা (Thakurpukur accident)। পার্টি শেষে তারপরের দিন সকাল বেলা অর্থাৎ গত রবিবার সকালবেলা ঠাকুরপুকুর বাজার এলাকার মধ্য দিয়ে পথ চলতি মানুষদের ধাক্কা মারতে মারতে চলে যায় পরিচালকের গাড়ি। মৃত্যু হয় এক ব্যক্তির। আহত হন বেশ কয়েক জন। এই ঘটনার মূল অভিযুক্ত পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস এখন রয়েছেন পুলিশি হেফাজতে।
বিপদ আন্দাজ করেছিলেন স্যান্ডি! (Thakurpukur accident)
কয়েকদিন আগে ট্রাইব টিভির তরফ থেকে আরিয়ান এবং স্যান্ডি সাহার সাথে যোগাযোগ করা হলে, দুজনেই একই কথা বলেছিলেন (Thakurpukur accident)। তারা ওই দিন দূর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না। তারা শুটিং ফ্লোরে এসে জানতে পারেন যে দুর্ঘটনাটি ঘটেছে। স্যান্ডির তখন বক্তব্য ছিল, সেদিন তিনি বিপদ আন্দাজ করতে পেরেছিলেন। কারণ সেদিন রাতে পরিচালক ভিক্টো ভীষণ রাফ ড্রাইভ করছিলেন। পরের দিন আরিয়ানের গাড়িতে করে শুটিং সেটে যান স্যান্ডি। স্যান্ডি আরও বলেন, যে মানুষটি মারা গিয়েছে তিনি তার পরিচিত ব্যক্তিও হতে পারতেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই বিষয়টার সাথে গভীরভাবে নিজেকে রিলেট করতে পারছেন। বলেন, “ভিক্টোদাকে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানোর সময় বারণ করা সত্ত্বেও বারণ শোনেনি। তাই আমি চাই, যা শাস্তি ডিজার্ভ করে তাই শাস্তি যেন প্রশাসন দেয়।”
আরও পড়ুন: Aarii Trailer: মায়ের জন্য দিশেহারা যশ! দেখে চোখে জল নুসরতের
প্রতিবাদ করতে গিয়েই বিপদে! (Thakurpukur accident)
স্যান্ডির চরিত্রটি আপাতত আর এই ধারাবাহিকে থাকছে না। এ প্রসঙ্গে ট্রাইব টিভিকে স্যান্ডি বলেন, “ঋ দিকে রিপ্লেস করা হয়েছে। আর আমার চরিত্র বাদ পড়েছে। আমাকে চ্যানেল থেকে বারবার করে বলার হয়েছে, কোনও রকম ভাবে মিডিয়ার সামনে মুখ খুলবে না। কোনও রকম ভাবে বাইট দেবে না। সেই বারণ আমি শুনিনি। আমার যা মনে হয়েছে করেছি। আমি কোনও কিছু ভুল করিনি।”
আফসোস নেই
শনিবার রাত পার্টি করলেও, রবিবার স্যান্ডি শুটিং সেটে চলে যান। কিন্তু শেষ রক্ষা হল না। কোপ পড়ল তার কেরিয়ারে। এ প্রসঙ্গে স্যান্ডি বলেন, “আমি তো অভিনেতা নই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সেভাবে কাজ হারিয়ে আফসোস নেই। আমার জায়গায় যদি একজন শুধু অভিনেতা থাকতেন, যদি চ্যানেলে তেল না দিয়ে বাইট দিত তাহলে তো সেও কাজটা হারাত। আমি কোনও ভাবে দুর্ঘটনার সঙ্গে যুক্ত নই। যদি কোনও ভাবে আমি যুক্ত থাকতাম, তাহলে মেনে নিতাম। কোনও কারণ ছাড়াই ধারাবাহিক থেকে আমি বাদ পড়লাম। তবে সব থেকে দুঃখজনক ঘটনা হল, একজনের প্রাণহানি হয়েছে। কোনও ভাবেই তো তাকে ফিরিয়ে আনা যাবে না। যে ক্ষতিটা হয়েছে, সেই বিচারটা যেন যথাযথ ভাবে পায়।”
আরও পড়ুন: Tui Amar Hero Update: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোহনা! বাধ্য হয়ে বসছেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে?
“প্রাণের বিনিময়ে টাকার অঙ্ক হতে পারে না”
সম্প্রতি অভিযোগ উঠেছে কেস ধামাচাপা দেওয়ার জন্য নাকি সেটেলমেন্টের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে স্যান্ডি বলেন, “প্রাণের বিনিময়ে কোনও টাকার অঙ্ক হতে পারে না। যে ছেলে বাবা হারিয়েছে, তার চোখের জল দেখে বোঝাই যাচ্ছে, কোনও কিছুর বিনিময়ে তার দুঃখ-কষ্ট মেটানো যাবে না। কারোর ফুর্তির জন্য এত বড় হিউজ একটা লস হবে, সেটা কখনই গ্রহণীয় নয়।”
বাদ পড়েছেন অভিনেত্রী ঋ
এছাড়াও শোনা যাচ্ছে, এই ধারাবাহিক থেকে বাদ পড়েছেন অভিনেত্রী ঋ। সেদিন ওই দুর্ঘটনার সময় ওই গাড়িতে ছিলেন অভিনেত্রী। চালকের আসনে ছিলেন পরিচালক ভিক্টো। শোনা যাচ্ছে, ঋ এর চরিত্রে অন্য অভিনেত্রীর খোঁজ চলছে। এই ধারাবাহিকের হিরো অর্থাৎ নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা আরিয়ান ভৌমিক।