ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিসেপশনে রুবেল-শ্বেতার (Rubel-Shweta) রাজকীয় সাজ। সাদা পোশাকে শ্বেতাকে লাগছিল যেন ডানা কাটা পরি। বিয়েতে রুবেলকে নাচতে দেখা গিয়েছিল, পাশাপাশি শ্বেতাকেও নাচতে দেখা গিয়েছে। তার ব্যতিক্রম হল না রিসেপশন অনুষ্ঠানেও। চুটিয়ে পারফর্ম করলেন শ্বেতা, তার সঙ্গে কয়েক লাইনে তাল মেলালেন রুবেলও। শ্বেতার পারফরমেন্সের সময় মুগ্ধ হয়ে হাঁ করে তাকিয়ে ছিলেন রুবেল। দুজনেই রীতিমত রোমান্টিক মেজাজে ধরা দিলেন।
পোশাকে আধুনিকতার ছোঁয়া (Rubel-Shweta)
তত্ত্ব থেকে শুরু করে রিসেপশনের প্রতিটি আয়োজন ছিল নিখুঁত। কোথাও কোনও খামতি নেই। শ্বেতা এবং রুবেল (Rubel-Shweta) তাঁদের বিয়ে নিয়ে বহুদিন ধরেই পরিকল্পনা করছিলেন। কাজের ব্যস্ততার ফাঁকে তাঁরা একা হাতে সবটা সামলেছেন। পাশে ছিল পরিবারের সদস্যরা। বিয়েতে লাল রঙের পোশাকে সাজলেও, রিসেপশনে নিজেদেরকে সাজালেন সাদা রঙে। বিয়ের সাজে ছিল সনাতনী ছোঁয়া। অপরদিকে প্রীতিভোজের সন্ধ্যায় দুজনের পোশাকে ছিল আধুনিকতার ছোঁয়া।
রিসেপশনের সাজ (Rubel-Shweta)
শ্বেতার পরনে সাদা ধবধবে লেহেঙ্গা, তাতে সূক্ষ্ম জরির কাজ (Rubel-Shweta)। গয়নাও কিন্তু এক্কেবারে আলাদা। সাদা পাথরের গয়নায় আলো পড়তেই, যেন বেশি ঝলমল করছিল। হাতে শাঁখা পলা। সিঁথি ভরা সিঁদুর। অপরদিকে রুবেলের পরনে ছিল, সাদা শেরওয়ানির সঙ্গে ধোতি প্যান্ট। গলায় লম্বা মুক্ত হার। আর এভাবেই রাজকীয় পোশাকে একে অপরের হাত ধরে প্রবেশ করেছিলেন রিসেপশনের অনুষ্ঠানে।
আরও পড়ুন: Shweta-Rubel Marriage: ভাত-কাপড় অনুষ্ঠানে নীলাম্বরী শ্বেতা, একঘর আত্মীয়র সামনে কী করলেন রুবেল?
হানিমুনে কোথায় যাচ্ছেন শ্বেতা-রুবেল?
দুজনেই এখন জি বাংলার দুটি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। রুবেল অভিনয় করছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে সৃজনের ভূমিকায়। অপরদিকে শ্বেতাকে দেখা যাচ্ছে, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী চরিত্রে। কাজের প্রচণ্ড চাপ। বিয়ের জন্য শ্বেতা মাত্র তিন দিন ছুটি পেয়েছিলেন। হাতে পায়ে ধরে ৫ দিন ছুটি পেয়েছেন। এমনটাই বলেছিলেন অভিনেত্রী। মঙ্গলবার রিসেপশন হওয়ার পর মাঝে একদিনের পর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুটিংয়ে ফিরছেন শ্বেতা। অপরদিকে রুবেলেরও প্রচুর কাজের চাপ। তাই এই মুহূর্তে তাঁদের হানিমুনে যাওয়া হচ্ছে না। তবে পরিকল্পনা অনুযায়ী, রুবেলের হাত ধরে মালদ্বীপে ঘুরতে যেতে চান শ্বেতা। শুধু সময় আর সুযোগের অপেক্ষা।
আরও পড়ুন: Horogouri Pice Hotel: হরগৌরী পাইস হোটেলের শেষদিনে নেই যীশু, পরিবারের গল্পে ফিরছেন নীলাঞ্জনা
শ্বেতাকে ভালোবাসায় আগলে রেখেছেন রুবেল
এই বিয়ের অনুষ্ঠান নিঃসন্দেহে শ্বেতার কাছে অত্যন্ত স্পেশাল। একবার তিনি বলেছিলেন, “আমরা কখনও বিয়ের আগে একসঙ্গে থাকিনি। তাই আমার কাছে এটা স্পেশাল ব্যাপার যে, বিয়ের পর আমরা একসঙ্গে এক ছাদের নিচে থাকব”। সত্যি বলতে শ্বেতার জীবন জুড়ে এখন শুধু রুবেল। অপরদিকে রুবেলও ভালবাসায় আগলে রেখেছেন শ্বেতাকে। তাই তো রুবেলকে নিয়ে ভালোবাসায় আগাগোড়াই গদগদ শ্বেতা। একবার বলেই ফেলেছিলেন, রুবেল তাঁর ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে। রুবেলের এই দিকটা শ্বেতাকে আনন্দ দেয়।