ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাত কাপড় অনুষ্ঠানে (Shweta-Rubel Marriage) একে অপরের দায়িত্ব ভাগ করে দিলেন শ্বেতা (Shweta Bhattacharya) এবং রুবেল (Rubel Das)। শ্বেতা রুবেলকে প্রণাম করতে যেতেই রুবেল কী করলেন জানেন? তখন একঘর আত্মীয়। তাদের সামনে শ্বেতা হেসে কী বললেন? সেই মিষ্টি মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রুবেল তো শ্বেতার দায়িত্ব অবশ্যই নিলেন, পাশাপাশি শ্বেতাও বললেন, আজ থেকে রুবেলের সমস্ত দায়িত্ব তাঁর। বিশেষ করে রুবেলের ভালো রাখার দায়িত্ব নিলেন শ্বেতা।
নীলাম্বরী রূপে শ্বেতা (Shweta-Rubel Marriage)
রবিবার বিয়ে হয়েছে (Shweta-Rubel Marriage)। মঙ্গলবার বৌভাতের অনুষ্ঠান। সকাল থেকেই শ্বেতা রুবেল নানান আচার অনুষ্ঠানে ভীষণ ব্যস্ত ছিলেন। রুবেলের বাড়িতেই আয়োজন করা হয় বৌভাতের অনুষ্ঠান। তখন শ্বেতাকে দেখা গেল, একেবারে নীলাম্বরী রূপে। পরনে ছিল ফিরোজা নীল শাড়ি, তাতে আবার সোনালী জরির জারদৌসি কাজ। সোনার গয়নায় রয়েছে মুক্তোর ঝালর। সোনার নেকলেস, রানি হার, ঝোলা দুল আর রুবেলের নামে সিঁদুরে যেন ঝলমল করছিলেন শ্বেতা।
শ্বেতাকে লাগছিল একেবারে পর্দার মতোই সুন্দর। অপরদিকে রুবেলের পরনে ছিল ধুতি এবং লাল সুতোর সূক্ষ্ম কাজ করা পাঞ্জাবি। হাসিমুখে শ্বেতার হাতে তুলে দিলেন ভাতের থালা। থরে থরে সাজানো মাছের মুড়ো, মাংস , দই, মিষ্টি থেকে শুরু করে নানান পদ। অল্প অল্প করে সব পদ শ্বেতাকে খাইয়ে দিলেন। তারপর মাথায় ঘোমটা দিয়ে শ্বেতা প্রণাম করলেন রুবেলকে। রুবেলও প্রণাম করলেন স্ত্রীকে।
ভাত কাপড় অনুষ্ঠানে নজরকাড়া সাজ (Shweta-Rubel Marriage)
বিয়ের পরেও কিন্তু ভাত কাপড় অনুষ্ঠানে নজরকাড়া সাজে ধরা দিয়েছেন এই জুটি (Shweta-Rubel Marriage)। দেখে মুগ্ধ নেটিজেনরা। বৈদিক মতে রবিবার সাত পাকে ঘুরেছেন শ্বেতা রুবেল। বিয়ের পর রুবেলের হাত ধরে শশুর বাড়িতে পা রেখেছেন শ্বেতা। বৌভাতের দুপুরে তাঁর মায়াবী সাজ দেখে তো মুগ্ধ ভক্তরা। শ্বেতা রুবেলের বিয়ের প্রতিটা মুহূর্ত দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা শ্বেতার বৌভাতের দুপুরের সাজ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সাজের পাশাপাশি শ্বেতা রুবেলের মুখের মিষ্টি হাসিতেই ফিদা সবাই।
আরও পড়ুন: Horogouri Pice Hotel: হরগৌরী পাইস হোটেলের শেষদিনে নেই যীশু, পরিবারের গল্পে ফিরছেন নীলাঞ্জনা
কী বললেন রুবেল?
ভাত কাপড়ের দায়িত্ব নেয়ার সময় আয় রুবেলকে বলতে দেখা গেল, ” আজ থেকে তোমার শাঁখা, সিঁদুর, আলতা, যত কসমেটিক্স…..”। আর তখনই বরকে থামিয়ে শ্বেতা বললেন, “গয়নাটা বলো”। রুবেলও বাধ্য বরের মতো বললেন, ” গয়না, গয়নার জিএসটি, শাড়ির সমস্ত কিছুর দায়িত্ব নিলাম আজ থেকে”। পাশ থেকে তখন রুবেলের বাড়ি সদস্যরা বলতে থাকেন , “বল আজ থেকে ঝগড়া করব না”। যদিও রুবেল সে কথা মানতে নারাজ। বরং বললেন, “ঝগড়া তো করবো, তবে মিটিয়ে নেব”।
আরও পড়ুন: Saif Ali Khan: সইফের ছেলেকে অপহরণের পরিকল্পনা, প্রকাশ্যে হামলাকারীরা আসল পরিচয়
বৌভাতের সাজে আধুনিকতা
প্রসঙ্গত, শ্বেতা রুবেলের বিয়েতে দেখা গিয়েছিল সাবেকি সাজ। বর কনের পাশাপাশি দুই পক্ষের বাড়ির সদস্যরা সনাতনী সজ্জায় নিজেদেরকে সাজিয়েছিলেন। তবে এবার শোনা যাচ্ছে, বৌভাতে মেয়ের বাড়ির সাজে কিছুটা আধুনিকতা থাকবে।