Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেট গালার (Met Gala 2025) লাল গালিচায় হাঁটবেন কিং খান। বলিউডের (Bollywood ) অন্দরে শোনা গেল বড় আপডেট। আর যদি এই সংবাদ সত্যি হয়, তাহলে নতুন ইতিহাস গড়তে চলেছেন শাহরুখ। বিশ্বের অন্যতম ফ্যাশন ইভেন্ট মেট গালা। সেখানে বহু ভারতীয় নারীকে রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে। কিন্তু পুরুষদের নয়। এবার কি তবে সেই ব্যারিকেট ভেঙে চলে আসবে শাহরুখের নাম ? কে বানাচ্ছেন কিং খানের বিশেষ পোশাক?
মেট গালায় শাহরুখ (Met Gala 2025)
বলিউডের কিং খান বলা হয় শাহরুখকে (Shah Rukh Khan)। বলিউডের বাদশা হয়েও একের পর এক ফ্লপ ছবির মুখে পড়েছিলেন। অনেকে মনে করেছিলেন, হয়ত বলিউড থেকে শাহরুখের সময় ফুরিয়ে এসেছে। তিনি হয়ত অবসরে যাবেন । এমনকি তাঁকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অনেকে। এবার তাঁর মেট গালায় অভিষেক হতে চলেছে (Met Gala 2025)। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এমনই জল্পনা। শুধু তাই নয়, শাহরুখের সঙ্গে থাকছেন কিয়ারা আডবাণী। এই বছর তিনিও প্রথম হাঁটতে চলেছেন মেট গালায়।
বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে শাহরুখের ইতিহাস! (Met Gala 2025)
চলতি বছরে আগামী ৫ মে থেকে শুরু হতে চলেছে মেট গালা (Met Gala 2025)। যেটি হবে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। চলতি বছরের থিম, সুপারফাইন: টেলারিং ব্ল্যাক স্টাইল। ভারতীয় সুন্দরীরা বহুদিন ধরেই দ্যুতি ছড়াচ্ছেন মেট গালার রেড কার্পেটে। ২০১৭ সালে বিশেষ ভাবে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরে লাল গালিচায় নজরে এসেছেন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে আলিয়া ভাট। তবে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে এই বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি করতে পারেন বলিউড বাদশা। ইতিমধ্যেই তাঁর ম্যানেজার পূজা দাদলানি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন: Puber Moyna: ‘ইচ্ছাধারী নাগকন্যা’র কোপ, বন্ধ হচ্ছে এই জনপ্রিয় মেগা!
জল্পনার সূত্রপাত
জল্পনার সূত্রপাত হয়েছে ‘ডায়েট সব্য’র একটি পোস্ট থেকে। যেখানে লেখা হয়, অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদন দুনিয়ার দুই মহীরুহ এবার শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাবেন। একজন বলিউডের সেরা সুপারস্টার, অপরজন বর্তমান প্রজন্মের সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার। আর সেই পোস্টে লাইক দেন বাদশার ম্যানেজার পূজা দাদলানি। এও শোনা যাচ্ছে, মেট গালার রেড কার্পেটে বাদশা হাঁটবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে।
আরও পড়ুন: Ankush Hazra Interview: আগুন নিয়ে খেলার পরিণতি, টলিউডে ডাক পাচ্ছেন না অঙ্কুশ! এবার কী করবেন?
ব্যস্ত শাহরুখ
এখন শাহরুখ ভীষণ ব্যস্ত তাঁর কিং ছবির শুটিং নিয়ে। এছাড়াও আইপিএলের মরশুমে তাঁর আলাদা ব্যস্ততা থাকে। সাম্প্রতিক সময় শাহরুখের বহু ছবি সুপারহিট। ‘কিং’ ছবি নিয়ে আশাবাদী তাঁর ভক্তরা। প্রশ্ন উঠছে, ‘কিং’ ছবি কি ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’কে টেক্কা দিতে পারবে?