ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও প্রাণনাশের হুমকির মুখে সলমন খান (Salman Khan)। এবার বলা হল “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে”। শুধু তাই নয়, সলমন খানের দিকে ধেয়ে এসেছে আরও বেশ কয়েকটা বক্তব্য। যা শুনে বেশ উদ্বিগ্ন ভাইজানের অনুরাগীরা। তবে কি এই হুমকি বিতর্কের রেশ এখনই থামছে না? কেনই বা অভিনেতাকে বারংবার হুমকি দেওয়া হচ্ছে? একই ঘটনাকে কেন্দ্র করে কতবার আর হুমকি পাবেন অভিনেতা? এমনই নানান প্রশ্ন উঠছে বলিউডের অন্দরে।
বাড়িতে ঢুকে খুন করার হুমকি (Salman Khan)
একটি নম্বর থেকে (Salman Khan) মেসেজ করা হয়। যেখানে সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্প লাইন নম্বরে আসে ওই মেসেজটি। যেখানে বলা হয়, সলমনকে বাড়িতে ঢুকে খুন করা হবে। অভিনেতার গাড়িতে বিস্ফোরণ ঘটানো হবে। সলমনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
থানায় অভিযোগ দায়ের (Salman Khan)
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ওরলি (Salman Khan) থানায়। যে নম্বর থেকে মেসেজ করা হয়, পুলিশ এই নম্বরটি ট্র্যাক করছে। তদন্ত করে দেখছে, ওই নম্বরের সঙ্গে বিশ্নোই গ্যাংয়ের কোনও যোগ আছে কিনা। কারণ এই গ্যাং সলমনকে বহুবার হুমকি দিয়েছে। গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল। যে ঘটনায় উঠে আসে বিশ্নোই গ্যাংয়ের নাম।
বিশ্নোই গ্যাংয়ের সাথে তিক্ততা
সলমন আর বিশ্নোই গ্যাংয়ের মধ্যে সম্পর্ক যে কতটা তিক্ত, তা বলার অপেক্ষা রাখে না। ‘ হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি কৃষ্ণসার হরিণ হত্যা করেছেন। গত বছর বাবা সিদ্দিকীর খুনের পর সলমনের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

কড়া নিরাপত্তায় সলমন
দুবাই থেকে সলমন কিনেছিলেন বুলেটপ্রুফ গাড়ি। এমনকি নিজের বাড়ি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলেন। ‘সিকন্দর’ ছবির শুটিং চলাকালীন শুটিং সেটে সলমন হুমকি পেয়েছেন। আবারও নতুন করে হুমকির মুখে অভিনেতা। মহারাষ্ট্র সরকার লাগাতার হুমকির জেরে সলমনের বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করেছে। সলমন এখন রয়েছেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তাতে।
আরও পড়ুন: Lopamudra Mitra: লোপামুদ্রার বড় প্রাপ্তি, বাংলা ভাষার জন্য কী পেলেন তিনি?
মুম্বাই ছেড়েছেন অভিনেতা
প্রসঙ্গত, গত রবিবারই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সলমনকে মুম্বাই ছাড়তে দেখা গিয়েছে। আর সোমবার এসেছে হুমকি। স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় উদ্বিগ্ন বলিউড। প্রশ্ন উঠছে, তাহলে কি সলমনের কড়া নিরাপত্তা ব্যবস্থা একেবারেই কাজে লাগল না? আবার অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি সত্যি হবে জ্যোতিষীর করা সতর্ক বার্তা? কারণ গত শনিবার এক জ্যোতিষী জানিয়েছিলেন, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকলেও চলতি বছরের শেষের দিকে সলমনের প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। অভিনেতার ঘনিষ্ঠ জনেরাই শত্রু হয়ে উঠতে পারে। এই ধরনের একাধিক প্রশ্নে এখন বিদ্ধ বলিপাড়া।