ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ডিটেক্টিভ চারুলতা’র (Detective Charulata) প্রিমিয়ারে তারকাদের মেলা। প্রিমিয়ার ছিল এক কথায় জমজমাট। বাঙালি মানেই, মননের মধ্যে রয়েছে একটা রহস্য প্রীতি। বিশেষ করে সাহিত্যপ্রেমী বাঙালিদের কাছে গোয়েন্দা গল্প মানেই বেশ আকর্ষণীয়। সেই ধরনের সৃষ্টির সুচারু বিচরণ রয়েছে বাংলা সাহিত্য জগত থেকে শুরু করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সত্যজিৎ রায়ের ফেলুদাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পরিচালক জয়দীপ ব্যানার্জি উপহার দিয়েছেন এক গোয়েন্দা সিরিজ। নাম ‘ডিটেক্টিভ চারুলতা’। মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে (Klikk)।
রহস্য সমাধানে চারুলতা মিত্র (Detective Charulata)
পুরুষতান্ত্রিক গোয়েন্দার ভিড়ে নারী গোয়েন্দা যে নেই, তা একেবারেই (Detective Charulata) নয়। তবে এবার নতুন রূপে দেখা গিয়েছে ‘ ডিটেক্টিভ চারুলতা’কে। যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখা গিয়েছে প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্রর ভূমিকায়। রহস্য সমাধানে তার সঙ্গী খুরতুতো ভাই তপু।
সিরিজের গল্প (Detective Charulata)
চারু বিশ্বাস করে, একদিন ফেলুদা কিংবা শার্লকের মতো তারও বেশ নামডাক (Detective Charulata) হবে। মানুষ তার নাম এক ডাকে চিনবে। আর সেটাই হল। অন্ধবিশ্বাসে ভরা এক রহস্য তার সামনে হাজির হয়। যে ঘটনার কেন্দ্রে পৌঁছাতে চায় চারু। তারপর একের পর এক রহস্যময় মৃত্যু। যার উৎস লুকিয়ে রয়েছে প্রায় ৩০ বছর আগের এক অভিশপ্ত দিনে। কিন্তু এই মৃত্যুর রহস্য কীভাবে উন্মোচন করবে চারু? সেই গল্পই রয়েছে ক্লিকের ‘ ডিটেক্টিভ চারুলতা’ সিরিজে।
সিরিজের কলাকুশলী (Detective Charulata)
ডিটেক্টিভ চারুলতা সিরিজে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay) ছাড়াও অভিনয় করেছেন তপুর ভূমিকায় দেবমাল্য গুপ্তা, লস্করের ভূমিকায় অনুজয় চ্যাটার্জী, ম্যাডির ভূমিকায় পামেলা কাঞ্জিলাল, সিদ্ধেশ্বরী বসুর ভূমিকায় মল্লিকা মজুমদার, পরমা সেনের ভূমিকায় চৈতি ঘোষাল। এছাড়াও রয়েছেন বহু গুণী অভিনেতা অভিনেত্রী। গল্প এবং সংলাপ সৌমিত দেবের। এই সিরিজের চিত্রনাট্য এবং পরিচালনায় রয়েছেন জয়দীপ ব্যানার্জি ।
আরও পড়ুন: Lopamudra Mitra: লোপামুদ্রার বড় প্রাপ্তি, বাংলা ভাষার জন্য কী পেলেন তিনি?

পরিচালকের বক্তব্য
পরিচালক জয়দীপ ব্যানার্জির মতে ” ওটিটিতে সিরিজ বানালেও আসলে তো আমরা সবাই স্বপ্ন দেখি বড় পর্দার। তাই এই প্রিমিয়ারের দিনটা আমার, আমাদের কাছে খুব আনন্দের। সরাসরি দর্শকের প্রতিক্রিয়া দেখার সুযোগ এই একটা দিনই পাই আমরা। জমজমাট প্লট এবং ঝরঝরে গতিময়তার পাশাপাশি চারুলতার চরিত্রে সুরঙ্গনার সাথেও একাত্মবোধ করছেন দর্শকরা। পাশাপাশি লস্করের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনয় এবং প্রাঞ্জল দাসের আবহ সঙ্গীতেরও কথা অনেকেই আলাদা করে বলছেন। বাঙালির নববর্ষ এসে গেছে। আর এই নতুন বছরে বাংলার গোয়েন্দাকুলে নতুন সংযোজন এক গোয়েন্দি – ডিটেক্টিভ চারুলতা। ক্ষুরধার মস্তিষ্ক এবং শাণিত বাচনভঙ্গির আড়ালে সে আসলে পাশের বাড়ির চিরায়ত বাঙালি মেয়েটি। যার বিয়ে নিয়ে বাড়ির লোক সদা চিন্তিত, হাসপাতালের বেডে শুয়ে যার মন খারাপ হয় বিরিয়ানির জন্য। বাংলা গোয়েন্দা সাহিত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই ফ্যান ফিকশন আগামীদিনে আরও বেশি বেশি করে মানুষের মন জয় করবে, এই আমাদের বিশ্বাস।”