ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে (US Iran Nuclear Talks)। তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও, ওয়াশিংটনের সামরিক প্রস্তুতি এই অঞ্চলে উদ্বেগ বাড়িয়েছে।
খামেনির কাছে ট্রাম্পের চিঠি (US Iran Nuclear Talks)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে। তবে খামেনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, ইরান কোনও ‘বলপ্রয়োগকারী’ শক্তির সঙ্গে আলোচনায় বসবে না ।
বোমারু বিমান মোতায়েন (US Iran Nuclear Talks)
এদিকে, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে। পেন্টাগনের নির্দেশে অঞ্চলটিতে বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এছাড়া, দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমআইএম-১০৪ প্যাট্রিয়ট’ও মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইরানের উপর মানসিক চাপ সৃষ্টি এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে।

পরমাণু চুক্তি (US Iran Nuclear Talks)
২০১৫ সালে ইরান ও ছয়টি বিশ্বশক্তির মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত করতে বাধ্য করেছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই চুক্তি থেকে সরে আসে এবং ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: US China Tariff : মোবাইল, কম্পিউটারের শুল্কে কোনও ছাড় নয়! শুল্কনীতিতে চিনের প্রতি অনমনীয় ট্রাম্প
পারস্পরিক হুমকি (US Iran Nuclear Talks)
বর্তমানে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে, সামরিক প্রস্তুতি ও পারস্পরিক হুমকির কারণে এই আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও, পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে।এই প্রেক্ষাপটে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে নিতে উৎসাহিত করা, যাতে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা বজায় থাকে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ করা যায়।
আরও পড়ুন: UPI Disruption : দেশ জুড়ে ফের ইউপিআই বিভ্রাট, অনলাইন লেনদেনে ৩০ দিনে চতুর্থবার ভোগান্তি গ্রাহকের
আমেরিকার নিষেধাজ্ঞা (US Iran Nuclear Talks)
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও, সমান্তরালে অঞ্চলজুড়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, এই দ্বৈত কৌশল ইঙ্গিত দিচ্ছে এক সম্ভাব্য “প্ল্যান বি”-র, যার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসার পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক আরোপ এবং কড়া কূটনৈতিক অবস্থানের মাধ্যমে বহুমুখী চাপে রেখেছেন ইরানকে। তাঁর নতুন পারস্পরিক শুল্কনীতি ইরানসহ বহু দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে। ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা, ব্যাংকিং নিষেধাজ্ঞা, ও অর্থনৈতিক অবরোধের ফলে তেহরানের অর্থনীতি বিপর্যস্ত হতে বসেছে।