ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে (Murshidabad Chaos) ঘরছাড়া অসহায় মানুষদের খাবার ও ওষুধ দিতে ক্যাম্প করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, জেলাশাসক তাদের ক্যাম্প করার অনুমতি দিচ্ছেন না। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। আগামীকাল শুনানির সম্ভাবনা।
অনুমতি দিচ্ছেন না জেলা শাসক (Murshidabad Chaos)
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদে ধুলিয়ান, সুতি, শামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় চলছে অশান্তি। মহিলা সহ বহু পরিবার ঘরছাড়া। ইতিমধ্যেই বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। এই পরিস্থিতিতে ঘরছাড়া অসহায় পরিবারদের মুখে খাবার তুলে দেওয়া এবং ওষুধ পৌঁছে দিতে ক্যাম্প করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এক সেচ্ছাসেবী সংগঠন। তাদের অভিযোগ, সেখানে (Murshidabad Chaos) তাদের ক্যাম্প করার অনুমতি দিচ্ছেন না জেলা শাসক।
আরও পড়ুন: Murshidabad Controversy: চেনা ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, সতর্ক নজরে প্রশাসন!
প্রথমে তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি মেনশন করলে বিচারপতি ঘোষ তাদের আবেদনটি পাঠিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। কারণ, জেলাশাসকের অনুমতি সংক্রান্ত বিষয়ের মামলা শোনেন বিচারপতি অমৃতা সিনহা। ওই স্বেচ্ছাসেবী সংগঠন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি মেনশন করেন।

আরও পড়ুন: Murshidabad Unrest: মুর্শিদাবাদ অশান্তির জের, এনআইএ তদন্তের দাবি, হাই কোর্টে দায়ের একাধিক মামলা!
তারা আদালতকে দান জানায় সেখানে তারা ছোট ছোট ক্যাম্প করে অসহায় মানুষদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিতে চায় (Murshidabad Chaos)। অন্যান্যদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তাদের সেখানে গিয়ে ক্যাম্প করার অনুমতি দিচ্ছেন না জেলা শাসক। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।