ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়াকফ সংশোধনী আইনের বিরোধীতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে অন্যান্য জেলাগুলিতেও। এই পরিস্থিতিতে গোটা ঘটনাটাই পরিকল্পিত ঘটনা বলে বিজেপিকে অলআউট আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফকে তোপ দাগার পাশাপাশি নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রীকেও।
মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত হলে দায় কার? (Murshidabad Violence)
ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল। যদিও পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের একটি প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, মুর্শিদাবাদে হিংসার নেপথ্যে রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরা। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জেনদের সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Mamata Banerjee: ওয়াকফ ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ মমতার, নেতাজি ইন্ডোরের বৈঠকে তোপ বিজেপিকে!
মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মুর্শিদাবাদে অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত হলে দায় নিতে হবে মোদি সরকারকে।’ তাঁর স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদে সম্প্রতি যে ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিকল্পিত ঘটনা। ‘প্ল্যান করে’ এই অশান্তি (Murshidabad Violence) পাকানো হয়েছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ। বাইরে থেকে লোক এনেছে বিজেপি। তারাই অশান্তির আগুন জ্বেলেছে।

বাংলায় পরিকল্পিত ‘হিংসা’! (Murshidabad Violence)
প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। আপনাদের প্ল্যানিংটা কী? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন?” বাইরের লোক এনে এজেন্সির মাধ্যমে দাঙ্গা করাচ্ছে বিজেপি, নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বিজেপিকে অলআউট অ্যাটাক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমি জেনেছি বাচ্চা ছেলেদের পাঁচ ছ’হাজার টাকা করে হাতে দিয়ে ইট ছোড়াচ্ছে’ বলেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Murshidabad Unrest: মুর্শিদাবাদ অশান্তির জের, এনআইএ তদন্তের দাবি, হাই কোর্টে দায়ের একাধিক মামলা!
সংশোধিত ওয়াকফ আইন যে বাংলায় কার্যকর হবে না, তা আরও এক বার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইনের বিরুদ্ধে কোন পথে লড়তে হবে? বুধবারের বৈঠক থেকে ইমাম-মোয়াজ্জেমদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়ে তিনি বললেন, “এখানে নয়, দিল্লিতে আন্দোলন করুন।”