ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা মেট্রোপলিটন এরিয়া ও রাজ্যের(West Bengal) বাকি অংশে দায়িত্ব ভাগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নগরোন্নয়ন দফতর। কিন্তু হঠাৎ কেন এই পদক্ষেপ? এই পদক্ষেপের কারণ কোন সংস্থার কাজের পরিধি কতটা, তা নিয়ে তৈরি হচ্ছিল বিভ্রান্তি। সেই কারণে পানীয় জল সরবরাহ, নিকাশি প্রকল্প-সহ পরিকাঠামোগত সমস্ত কাজের ক্ষেত্রেই অসুবিধা হচ্ছিল। সেই সমস্যার সমাধানে কলকাতা মেট্রোপলিটন এরিয়া (কেএমএ) ও রাজ্যের বাকি অংশে সংশ্লিষ্ট প্রকল্পগুলি রূপায়ণের দায়িত্ব দুই সংস্থার মধ্যে নির্দিষ্ট ভাবে ভাগ করে দিল রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর।
দায়িত্ব ভাগ করল নগরোন্নয়ন দফতর(West Bengal)
সূত্রের খবর, কেএমএ-র অধীন এবং কেএমএ-র অধীনে নেই, এমন এলাকায় ক্ষেত্রবিশেষে ও পুরসভা, পুরনিগমগুলির প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প রূপায়ণের দায়িত্বে মূলত একটি সংস্থা এবং একটি ডিরেক্টরেট থাকে। দফতর সূত্রের খবর রাজ্য(West Bengal) নগরোন্নয়ন ও পুর দফতরের অধীনস্থ এই সংস্থা হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ডিরেক্টরেটটি হল মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট (এমইডি)। এমইডি পুর এলাকার অধীনস্থ প্রকল্পগুলিতে প্রযুক্তিগত সহায়তা (টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স) দিয়ে থাকে। অম্রুত, গ্রিন সিটি মিশন, এনইউএলএম-সহ বিভিন্ন প্রকল্পেও সহায়তা করে এমইডি।
কেএমডিএ এবং এমইডি-এর মধ্যে বিভ্রান্তি(West Bengal)
প্রশাসন সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই রাজ্যের(West Bengal) নগরোন্নয়ন ও পুর দফতরের অধীনস্থ পুরসভাগুলির প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কেএমডিএ এবং এমইডি-এর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। তাই এই বিভ্রান্তি দূর করতে দফতরের তরফেই এবার নির্দিষ্ট ভাবে এই দুই সংস্থার মধ্যে কাজের পরিধি ভাগ করে দেওয়া হয়েছে। নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের এক কর্তা বলেন, পানীয় জল সরবরাহ প্রকল্প, নিকাশি প্রকল্প, ফিক্যাল স্লাজ পরিশোধন প্লান্ট-সহ পরিকাঠামোগত বিভিন্ন প্রকল্প কারা রূপায়িত করবে, তা নিয়ে একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছিল। অর্থাৎ তাঁর কথায়, ‘‘সেই ধোঁয়াশা কাটানোর জন্যই একেবারে তালিকা করে কোন সংস্থা কোন এলাকায় কাজ করবে, তা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন: Kalchini Case: মৃত মায়ের দেহ আগলে ছেলে, দুর্গন্ধ বেরোতেই উদ্ধার দেহ
৪০টি পুর এলাকার দায়িত্ব কেএমডিএ-কে
তথ্য অনুযায়ী, মোট ৪০টি পুর এলাকার প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ-কে। যার মধ্যে অন্যতম মধ্যে কলকাতা পুর এলাকা, হুগলি, হাওড়া জেলার অধীনস্থ পুরসভা, এছাড়াও রয়েছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পুরসভাও।
আরও পড়ুন: Calcutta High Court: রাজ্যের নিম্ন আদালতে বিচারক নিয়োগে নেই বাধা! স্থগিতাদেশ তুলে নিল হাই কোর্ট
৮৮টি পুর এলাকার দায়িত্ব এমইডি-কে
এছাড়াও, রাজ্যের মোট ৮৮টি পুর এলাকার প্রকল্প রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে এমইডি-কে। এই সমস্ত পুর এলাকার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এবং জলপাইগুড়ি। এছাড়াও রয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান।