ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2025) আর বেশিদিন বাকি নেই। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ওই একই সময়ে মকর সংক্রান্তির পুণ্যলগ্নে শুরু হবে কুম্ভ মেলাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন লক্ষ লক্ষ মানুষ। সেই মেলা আয়োজনের জন্য সর্বস্তরে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রস্তুতি কেমন রয়েছে তা জানালেন সঙ্ঘ প্রধান স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। দূরদুরান্ত থেকে এই মেলায় আগত পূণ্যার্থীদের জন্য ভারত সেবাশ্রমের তরফে যে সবধরনের ব্যবস্থা রাখা হচ্ছে তাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে মকর সংক্রান্তির পুণ্যলগ্নে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন লক্ষ লক্ষ মানুষ। সেই মেলা আয়োজনের জন্য সর্বস্তরের প্রশাসনিক প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে কিছুদিন আগেই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-leader-murder-news-malda-englishbazar/
সেই বৈঠক থেকেই তিনি জানান, এবার ২ হাজার ২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এবং ২১টি জেটি ব্যবহার করা হবে। তিনি এও জানান, সব যানের জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে। একই সঙ্গে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে যা করা হবে ইসরোর সাহায্যে। যাতে ইন্টারনেট না থাকলেও সমস্যা না নয়। আর গঙ্গাসাগরের (Gangasagar Mela 2025) মেগা কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটর করা হবে।
আরও পড়ুন: https://tribetv.in/mamata-on-bsf-targets-over-illegal-intruder-in-west-ben/
প্রসঙ্গত, গঙ্গাসাগর (Gangasagar Mela 2025) নিয়ে বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, গঙ্গাসাগর (Gangasagar Mela 2025) অঞ্চলে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে। বেশি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করে সেই এলাকাগুলিতে বেশি খেয়াল রাখতে হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।