ট্রাইব টিভি ডিজিটাল: হুডিতে ঢাকা শাহরুখের (Shah Rukh Khan) মুখ। ভোররাতে চুপিচুপি মুম্বাই (Mumbai) ফিরলেন তিনি। তবে কি তিনি ভয় পাচ্ছেন? যার কারণে নিজেকে আড়াল করলেন। কেনই বা এভাবে বাড়ি ফিরলেন বলিউডের (Bollywood) বাদশা? সম্প্রতি তিনি নিজেকে যেন একটু আড়ালেই রেখেছেন। কিন্তু এত লুকোছাপা কেন? ২০২৪ সালের শেষেও মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল এমনই একটা ছবি। জামনগরে নতুন বছর সেলিব্রেশনে (New Year Celebration) গিয়েছিলেন শাহরুখ খান। তাঁকে দেখা গেল ঠিকই। কিন্তু মুখ দেখা গেল না। সেই একই দৃশ্য ফ্রেমবন্দী হল আবারও।
লাইমলাইট থেকে দূরে (Shah Rukh Khan)
নিজের মুখ ঢেকে রেখেছেন তিনি (Shah Rukh Khan)। পরনে কালো রঙের ঢিলে জোব্বা আর হুডি। সঙ্গে সঙ্গে ছবি শিকারীরা তাঁকে ঘিরে ধরল। কিন্তু শাহরুখকে দেখা গেল না। এমনকি তিনি দূর থেকে হাত নেড়ে নতুন বছরের শুভেচ্ছা পর্যন্ত জানালেন না। স্বাভাবিক ভাবেই শুরু জল্পনা। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রাম খান। বর্ষবরণের রাত কাটিয়েছেন আম্বানিদের জামনগরের ভান্তারাতে। অনেকেরই ধারণা, যেহেতু নভেম্বরে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। তাই প্রাণ বাঁচাতে নিজেকে দূরে রেখেছেন লাইম লাইট থেকে।
আসছে শাহরুখের নতুন ছবি ‘কিং’ (Shah Rukh Khan)
বলিউডের দুই খান, সলমন খান আর শাহরুখ খানের কেউই ২০২৪ সালে তাঁদের জন্মদিনে বাংলোর বারান্দায় আসেননি। ভক্তদের উদ্দেশ্যে হাতও নাড়েননি। প্রশ্ন উঠেছিল, তবে কি নিরাপত্তার জন্য নিজেদেরকে আড়াল করছেন তাঁরা? নাকি আসন্ন ছবির জন্য নিজেদেরকে একটু সিক্রেট করে রাখতে চাইছেন? এর উত্তর এখনও মেলেনি। তবে নতুন বছরে আসতে চলেছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। সেই ছবিতে তাঁকে কোন লুকে দেখা যাবে সেই নিয়ে জল্পনা চলছে। সম্প্রতি বিমানবন্দরে যখন শাহরুখকে দেখে ফ্রেমবন্দি করার চেষ্টা করলেন ছবি শিকারীরা, তখন নিরাপত্তার জন্য বিমানবন্দরের ম্যানেজাররা কি করলেন জানেন? ছাতা দিয়ে তাঁকে আড়াল করলেন। তাই তো এত প্রশ্ন।
আরও পড়ুন: Arun Roy: বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন দেব, শোকস্তব্ধ টলিউড
মিডিয়া থেকে দূরে
নিজেকে হঠাৎ আড়ালে রাখতে চাইছেন কেন কিং খান? তিনি তো আগে এমনটা ছিলেন না। যদিও কিছুদিন আগে জানিয়েছিলেন, তিনি আজকাল আর সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে রাজি হচ্ছেন না। ছেলে আরিয়ান খান যখন গ্রেফতার হয়েছিল, সেই সময় সংবাদ মহলে যা যা হয়েছিল, তা তাঁকে খুবই আঘাত করে। তাই তিনি মিডিয়া থেকে একটু দূরেই রয়েছেন।
আরও পড়ুন: Shah Rukh Khan: বিজ্ঞাপন করে কটাক্ষের মুখে শাহরুখ, দিলেন কড়া জবাব
প্রাণনাশের হুমকি
এছাড়াও একটা সময় শোনা গিয়েছিল, দুই খানের চব্বিশ ঘন্টার গতিবিধির উপর নজর রাখছে অনেকে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই শাহরুখ সলমন লাইম লাইট থেকে দূরে থাকছেন। তাই হয়ত মায়া নগরীর মায়া কাটিয়ে সলমন স্বপরিবারে চলে গিয়েছিলেন আম্বানিদের পাঁচতারা বাড়িতে। সেখানেই বর্ষবরণ উদযাপন করলেন শাহরুখ গৌরি। তবে কেন নিজেকে শাহরুখ আলাদা করছেন, তার পোক্ত কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। এটাও হতে পারে, তিনি তাঁর নতুন ছবির জন্যই নিজেকে আড়াল করছেন। ছবি শিকারীদের ক্যামেরাতে এই মুহূর্তে ধরা দিতে চাইছেন না।