ট্রাইব টিভি ডিজিটাল: বলিউড কিং (Shah Rukh Khan) বলে কথা। তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ। তিনি কতক্ষণ আর চুপ থাকবেন? এক সাক্ষাৎকারে (Interview) সেই কটাক্ষের কড়া জবাব দিলেন। কোল্ড ড্রিংকের (Cold Drink) বিজ্ঞাপনে অভিনয়, তা নিয়ে তাঁকে কম কথা শুনতে হয় না। কোল্ড ড্রিংক মানেই শরীরের জন্য খুব একটা ভালো নয়। কমবেশি তা সবাই জানেন। আর সেই বিজ্ঞাপনে কিনা শাহরুখ খান! শাহরুখ কেন এই কাজ করলেন? এমন কথা অনেকেই বলেছিলেন। কিং খান কী জবাব দিয়েছিলেন জানেন?
কী বললেন শাহরুখ? (Shah Rukh Khan)
শাহরুখের (Shah Rukh Khan) সাফ জবাব। “যারা মনে করছেন, কোল্ড ড্রিঙ্কস পান করা ভালো নয়। তারা এটাকে নিষিদ্ধ করার আর্জি জানান। সরকার এগুলো নিষিদ্ধ করুক। সবাই জানে, সিগারেট খাওয়া ক্ষতিকারক। সেটাও নিষিদ্ধ হোক। ভারতে কোল্ড ড্রিংক তৈরি করাই বন্ধ হয়ে যাক। তাহলে তো সব সমস্যার সমাধান। কিন্তু এগুলো বন্ধ হবে না। কারণ এগুলো বিক্রি হলে, সরকারের ঘরে টাকা আসে। সরকারের ঘরে যদি টাকা আসে, তাহলে এক অভিনেতা হয়ে আমার পারিশ্রমিক জুটেছে মাত্র। সেটাও তো বন্ধ হওয়া উচিত নয়”। প্রসঙ্গত, একটা সময় শাহরুখ কিন্তু সারাদিনে শুধু ব্ল্যাক কফি আর কাবাব খেতেন। একের পর এক সিগারেট ধরাতেন। নিজের ৫৯ বছরের জন্মদিনে ফ্যানদের সাক্ষী রেখে ঘোষণা করেছিলেন, তিনি আর ধূমপান করছেন না।
সমালোচনার মুখে কিং খান (Shah Rukh Khan)
একের পর এক ফ্লপ ছবিতে যখন বলিউড জেরবার। তখন নতুন অবতারে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘জওয়ান’ (Shah Rukh Khan)। বলিউডে ছবি ব্যবসার গতি মুখ ঘুরিয়ে দেয় ‘পাঠান’। তবে বিতর্ক শাহরুখের পিছু ছাড়েনি। বয়কটের মুখোমুখিও হয়েছিলেন। তবে অক্ষয় কুমার, অজয় দেবগনকে যখন এক দিকে গুটখার বিজ্ঞাপন নিয়ে তীব্র কটাক্ষ শুনতে হয়। অপরদিকে শাহরুখকেও কিন্তু কোল্ড ড্রিংকের বিজ্ঞাপনে অভিনয়ের জন্য সমালোচনা শুনতে হচ্ছে। তিনি দেশের সুপারস্টার হয়ে, কেন এমন অস্বাস্থ্যকর পণ্যের প্রচার করছেন? কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার মনে জমেছে ক্ষোভ। এটা বহুদিন ধরেই আন্দাজ করতে পারছিলেন শাহরুখ। তবে উত্তর দেয়ার অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন: Arman Malik: নতুন বছরে চমক! বিয়ে সারলেন আরমান মালিক
স্বাস্থ্য সচেতন অভিনেতা
শাহরুখ নিজেও স্বাস্থ্য সচেতন। নিজের ৫৯তম জন্মদিনে ধূমপান ত্যাগের প্রসঙ্গে বলেছিলেন, প্রথমে ভেবেছিলেন ধূমপান ছেড়ে দিলে হয়তো তাঁর শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যাই হচ্ছে না। তবে হঠাৎ এত বড় বদল আসায়, তাঁর একটু অসুবিধা হচ্ছে। আশা করেন, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে। কিং খান তাঁর অনুরাগীদের সঙ্গে এই ধরনের নানান খবর মাঝেমধ্যেই ভাগ করে নেন। কিন্তু তিনি যে একেবারেই নরম মনের মানুষ, তা নয় । কটাক্ষ সমালোচনার জবাবও দিতে জানেন।
আরও পড়ুন: Rukmini Maitra: হিরোর বাজেটে হিরোইনের ছবি, বিনোদিনীতে প্রচুর কষ্ট করেছেন রুক্মিণী!
অভিনেতা অভিনয়ের কাজ করছেন
এক সময় কোমল পানীয় অর্থাৎ কোল্ড ড্রিংকের বিজ্ঞাপনে কাজ করে তাঁকে কম সমালোচনার সহ্য করতে হয়নি। তাই তো শাহরুখের বক্তব্য, ” সরকারের লাভ হচ্ছে। তাহলে আমার রোজগার বন্ধ করব কেন?” শুধু অভিনয় নয়, তাঁর জীবনযাপন কথা বার্তা মানুষকে প্রভাবিত করে। তিনি যে বলিউডের বাদশা। তাঁর করা বিজ্ঞাপনে যে বিশেষ প্রভাব থাকবে, সেটাই তো স্বাভাবিক। শাহরুখকে যখন প্রশ্ন করা হল, এত বড় মাপের তারকা হয়ে তিনি কিভাবে কোমল পানীয়ের মতো ক্ষতিকর পণ্যের মুখ হয়ে উঠছেন, তখনই তিনি জবাব দিলেন। পাল্টা প্রশ্ন রাখলেন, জিনিসগুলো যখন এতই খারাপ, তাহলে বাজার থেকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন?
শাহরুখের বক্তব্য, ” আয় হচ্ছে বলে এর উৎপাদন বন্ধ হচ্ছে না। আমি একজন অভিনেতা। আমি আমার কাজটুকুই করছি। সেখান থেকেই আমার আয় হয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বোঝেন, কোনও কিছু খারাপ, তাহলে সেটা আর ব্যবহার করবেন না। এতে তো আর কোনও সমস্যা নেই”। শাহরুখের সেই পুরনো ভিডিও এখন ভাইরাল হচ্ছে, সামাজিক মাধ্যমে।