ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভিন দেশের কবজা থেকে উদ্ধার ভারতীয় জমি (Indian Land Recovered)! অবশেষে যেন স্বস্তির নিঃশ্বাস! ভারতীয় কৃষকের ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশীদের হাত থেকে উদ্ধার করে দিল বিএসএফ। অবাক হচ্ছেন? ভাবছেন ভারতীয় জমি বাংলাদেশের হাতে পড়ল কিভাবে?
ঘটনার সূত্রপাত (Indian Land Recovered)
জানা গিয়েছে, ২০১৫ সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তাঁর ছেলে আনন্দ সরকারের সাড়ে তিন বিঘা জমি দখল (Indian Land Recovered) করে নেন বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা।তাঁরা সেখানে দীর্ঘদিন ধরে চাষ আবাদ করছিলেন। দিনের পর দিন নিরঞ্জন নিজের জমি পাওয়ার জন্যে আবেদন জানায় ওপারের লোকজনের কাছে। কিন্তু বারবার খালি হাতেই ফিরতে হয়। যদিও বিষয়টি নিয়ে নিরঞ্জন সরকার চলতি বছরে শুরুতেই বিএসএফের ৩৯ নম্বর ব্যাটেলিয়ানের কাছে অভিযোগ জানান।
নিরঞ্জনের দাবি (Indian Land Recovered)
তিনি দাবি করেন, বাংলাদেশিরা অবৈধভাবে তাঁদের জমি দখল করেছে। যা একেবারেই ভারতের অংশ। আর তা শোনার পরেই ময়দানে নেমে পড়েন বিএসএফ আধিকারিকরা। বিশেষ করে বিএসএফের ৯৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন ও তদন্ত শুরু করেন। দীর্ঘদিন ধরে এই বিষয়ে মিটিং এবং তদন্ত হয় (Indian Land Recovered)। এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “বিএসএফ নিজেদের জমি ও নিজেদের মাটি আগলে রেখেছে।”
আরও পড়ুন: Mamata Banerjee: নাম বদলের পথে ‘স্টার থিয়েটার’, নতুন বছরে নতুন নাম ‘বিনোদিনী’
বিএসএফ ও বিজিবি-র যৌথ প্রচেষ্টা (Indian Land Recovered)
তবে, এই কাজে ভারত বাংলাদেশের মধ্যে চলা সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি। বিএসএফ ও বিজিবি-র যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়।
‘বিনা-যুদ্ধে’ই দখল করা জমি উদ্ধার
বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকরা আলু চাষ করেছেন। ফসল উঠে যাওয়ার পর জমির মালিকরা তা ফেরত পেয়েছেন যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে যেখানে ওপারের মৌলবাদী কিংবা বিএনপি নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছেন। সেখানে কার্যত ‘বিনা-যুদ্ধে’ই দখল করা জমি উদ্ধার করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।
আরও পড়ুন: Tigress Zeenat: ৯ দিনের লুকোচুরিতে ক্লান্ত জিনাত, আলিপুরের হাসপাতালে চিকিৎসকদের নজরবন্দি বাঘিনি
খুশি জমির মালিক
জমি ফিরে পেয়ে খুশি জমির মালিক আনন্দ সরকার। আনন্দ সরকার জানান, ”বাংলাদেশের কিছু চাষি আমার জমি দখল করে রেখেছিলো । আমি অভিযোগ জানিয়েছিলাম । বিএসএফের সাহায্যে আমি ফিরে পেয়েছি।” স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত-বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ-এর সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে তারা।