ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তপ্ত রাজ্যের মুর্শিদাবাদ জেলা। একাধিক জায়গায় অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। এই ঘটনার পরেই রাজ্য সরকার নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘১০ লক্ষ ক্ষতিপূরণ নয়, চাই এনআইএ তদন্ত’ (Suvendu Adhikari)
কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করেই রাজনীতির পারদ চড়িয়েছে বিরোধীরা। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কটাক্ষ করে বলেন, “মুর্শিদাবাদে যখন তাণ্ডব চলছিল, তখন চার ঘণ্টা ধরে পুলিশ কোথায় ছিল? পুলিশ লুকিয়ে ছিল, আর সাধারণ মানুষ মারা গেল।”
শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, গোটা ঘটনাটিই পরিকল্পিত। তাঁর দাবি, “গত বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটের একটা বড় অংশ কংগ্রেসের দিকে চলে গিয়েছিল। তাই এবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে সেই ভোট ফেরানোর চেষ্টা করছে তৃণমূল।” তিনি এ-ও বলেন, “বাচ্চাদের ৫-৬ হাজার টাকা দিয়ে দাঙ্গার কাজে লাগানো হয়েছে।”
এদিন বিএসএফের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী যেভাবে সরব হয়েছেন, সেটিকেও আক্রমণ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর কথায়, “বিএসএফের পা ধরে নিয়ে যাওয়া হয়েছে, আর পুলিশ ছিল না। এটা রাজ্য সরকারের ব্যর্থতা।”
আরও পড়ুন: SSC Scam: যন্তরমন্তরে চাকরি হারানো শিক্ষকদের অবস্থান বিক্ষোভ, বঞ্চনার বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ!
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযোগ করেছেন, গোটা ঘটনাটিই ‘পরিকল্পিত ষড়যন্ত্র’। তাঁর দাবি, ভুয়ো খবর ছড়িয়ে উত্তেজনা তৈরি করা হয়েছে। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন বাংলাদেশি নেতা ইউনূসের ‘গোপন বৈঠক’ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
এই মুহূর্তে মুর্শিদাবাদে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হলেও, রাজনৈতিক তরজা যেন থামার নাম নিচ্ছে না। এনআইএ তদন্তের দাবিতে সরব শুভেন্দু (Suvendu Adhikari), আর রাজ্য সরকার বলছে—এ এক সুপরিকল্পিত চক্রান্ত, যার নেপথ্যে রয়েছে একাধিক রাজনৈতিক উদ্দেশ্য।