ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বপ্ন নয়, বাস্তব বদলের মুখ হয়ে উঠছেন এই শহরের সাধারণ নারীরা—অলিতে গলিতে নীরবেই গড়ে তুলছেন নিজেদের ভবিষ্যৎ। এই সব নারীরা কারও রাজনীতির মুখ নন। নেই মিডিয়ার লাইমলাইট। তবুও তাঁরা দিনের পর দিন সমাজকে ধাক্কা দিয়ে বদলে দিচ্ছেন।
কলকাতা শহর মানেই আন্দোলন, চেতনা আর সাহস। তবে আজকের দিনের আন্দোলন আর কেবল রাজপথে নয়—এই শহরের অলিগলিতেও শুরু হয়েছে এক নীরব বিপ্লব। এই বিপ্লবের নায়ক হলেন, শহরের একেকজন সাধারণ নারী (Kolkata Women)। তাঁদের কারও মুখে স্লোগান নেই, কিন্তু কাজে আছে আত্মবিশ্বাস। তাঁরা সোশ্যাল মিডিয়ার ভাইরাল নন, কিন্তু সমাজ বদলের অনুপম উদাহরণ।
মেটিয়াব্রুজ থেকে শুরু (Kolkata Women)
তসলিমা খাতুন। বয়স ৩৬। মেটিয়াব্রুজ এলাকার বাসিন্দা। ২০২৩ সালে তাঁর স্বামী তাঁকে তিন তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেন। প্রথমে ভেঙে পড়লেও, তসলিমা আজ সেই ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন। আদালতের দ্বারস্থ হয়ে, নিজের ও মেয়ের অধিকারের জন্য লড়ছেন একা। শুধু তাই নয়, আশেপাশের আরও নারীদের আইনজ্ঞান দিতে শুরু করেছেন নিজে থেকেই।
তাঁর কথায়, “একটা সময় কাঁদতাম। এখন অন্যের চোখের জল মুছিয়ে দিতে চাই।”
আরও পড়ুন: Digha Sanatani Sammelan: জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই সনাতনী সম্মেলনের প্রস্তুতি
বেহালার পারমিতা—এক টিউটরের আত্মবিশ্বাস (Kolkata Women)
পারমিতা দাস, বয়স ৪০। স্বামী হঠাৎ করেই সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। দুই সন্তানকে নিয়ে রীতিমতো বিপাকে পড়েন তিনি। কিন্তু হার মানেননি। বেহালার এক কোণে নিজের বাড়িতেই খুলেছেন ছোট্ট একটি টিউশন সেন্টার। ছাত্রছাত্রীর সংখ্যা এখন ৪০-এরও বেশি। নিজের আয়ে চলে পড়াশোনা, সংসার, ভবিষ্যতের সঞ্চয়ও।
তিনি বলেন, “চাকরি বা সহানুভূতির জন্য কারও দোরে দৌড়ই না। নিজের মতো করে নতুন রাস্তা তৈরি করেছি।”

টেংরার রেশমা—শরীর নিয়ে সচেতনতার পাঠ (Kolkata Women)
টেংরার রেশমা বিবি, এক এনজিওর সঙ্গে যুক্ত। তাঁর প্রধান কাজ—কিশোরী মেয়েদের মধ্যে শরীর ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা ছড়ানো। তিনি স্কুলের সামনে দাঁড়িয়ে বিলি করেন স্যানিটারি প্যাড, বোঝান মাসিক, পুষ্টি ও শরীরের যত্নের গুরুত্ব।
রেশমা বলেন, “যদি একটি মেয়ে নিজের শরীরকে বুঝে, নিজের ভবিষ্যৎও সে গড়ে তুলতে পারবে।”
আরও পড়ুন: Train Cancelled: আবারও ট্রেন বাতিলের ঘোষণা, ব্যান্ডেল-কাটোয়া রুটে দুর্ভোগে নিত্যযাত্রীরা!
বদল আসছে গলিপথ থেকেই (Kolkata Women)
এই সব নারী কাউকে দোষ দেন না। কারও ওপর ভরসা করেন না। তাঁরা জানেন, নিজের জীবন নিজের মতো গড়ে নিতে হলে একদিন না একদিন নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। কোনও মিডিয়া কাভারেজ না থাকলেও, তাঁরা প্রতিদিন সমাজের দেওয়ালে এক একটি বদলের আঁচড় কেটে চলেছেন। বিশেষজ্ঞদের মতে, কলকাতার নারীসমাজ এখন শুধু সমস্যার শিকার নয়, বরং সমাধানেরও সক্রিয় অংশ। তাঁরা প্রযুক্তি, শিক্ষার সুযোগ এবং আত্মবিশ্বাসকে হাতিয়ার করে লড়ছেন নিজেদের অধিকার ও স্বপ্নের জন্য।