ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডে (Koushani Mukherjee) এখন একের পর এক বাজিমাত অভিনেত্রী কৌশানি মুখার্জির (Koushani Mukherjee)। টলিউডে ছুটছে তাঁর সাফল্যের অশ্বমেধ ঘোড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে, কিলবিল সোসাইটি। ছবিটিতে পূর্ণার ভূমিকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। এর মাঝে শোনা গেল আর একটি বড় খবর। এবার অভিনেত্রী পর্দায় আসছেন ভৌতিক ঘরানায়। অর্থাৎ এবার অভিনেত্রীকে রোমান্টিক ঘরানায় নয়, দেখতে চলেছেন গা ছমছমে এক ভৌতিক ছবির কাহিনীতে। কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
রহস্যজনক পোস্টার (Koushani Mukherjee)
টলিউডের অন্দরে বহুদিন ধরেই শোনা যাচ্ছে, শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তী (Koushani Mukherjee) প্রথমবার বড় পর্দায় আসছেন ভৌতিক ছবি নিয়ে। ইতিমধ্যেই সেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায়, নিশুতি রাতে এক মহিলা একাকি হেঁটে চলেছেন। চারিদিকে নিকষ অন্ধকার। কিছুটা পথ আলোকিত চাঁদের আলোয়। এক মায়াবী রহস্যজনক পরিবেশ। ওই রহস্যময় নারীর হাতে রয়েছে একটি টোপর। পরনে লাল শাড়ি। সামনে পোড়ো বাড়ি। ছবির নাম ‘কাদের কুলের বৌ’। ইতিমধ্যেই এই ছবির পোস্টার দেখে সিনেমা প্রেমীরা বেশ কৌতুহলী।
ভৌতিক সিনেমার পথে টলিউড! (Koushani Mukherjee)
ছবিতে মূল ভূমিকায় কাকে দেখা যাবে, কিংবা ছবির গল্প কেমন হতে চলেছে, তা নিয়ে (Koushani Mukherjee) উঠেছে নানান প্রশ্ন। তাছাড়া টলিউডে বহুদিন হয়ে গেল, সেভাবে ভালো ভূতের সিনেমা দেখতে পাওয়া যায়নি। অপরদিকে যদি বলিউডের কথা বলা হয়, ভৌতিক সিনেমা বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করেছে। যার বড় প্রমাণ ‘স্ত্রী ২’। এবার সেই পথে কিছুটা হাঁটতে চাইছে টলিউড।
গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশানি!
শোনা যাচ্ছে, ‘কাদের কুলের বৌ’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী কৌশানি মুখার্জীকে। এর আগে তাঁকে ভৌতিক ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। দর্শক কৌশানিকে আগে প্রচুর রোমান্টিক সিনেমাতে দেখেছে। তবে ‘বহুরূপী’ থেকে শুরু করে ‘কিলবিল সোসাইটি’তে ধরা দিয়েছেন নতুন রূপে। এই প্রথমবার তিনি ভয় দেখাতে চলেছেন পর্দায়।

আরও পড়ুন: Supreme Court on SSC: সুপ্রিম কোর্টে চাকরিহারাদের স্বস্তি, বাড়ল নিয়োগের সময়সীমা!
সময়ের অপেক্ষা
চলতি বছর এসভিএফের গল্পের পার্বণে ঘোষণা হয়েছিল ‘কাদের কুলের বৌ’ ছবির কথা। এখনও এই ছবি নিয়ে বিশদে কিছু জানা যায়নি। তবে এটি আদ্যোপান্ত একটি ভৌতিক গল্প। এখানে কারা কারা অভিনয় করবেন, তা তো বলবে সময়। তার জন্য এখন কিছুদিন আপাতত অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, একটা সময় কৌশানিকে দেখা গিয়েছে আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখ হিসেবে। এখন তাঁকে দেখা যাচ্ছে ছক ভাঙা চরিত্রে। দর্শকদের বেশ নজর কাড়ছেন। সিনে সমালোচকদের কাছেও অভিনেত্রী বেশ প্রশংসিত হচ্ছেন।