ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রদেশের বুরহানপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা (Madhya Pradesh Husband Murder Case)। বিয়ারের ভাঙা বোতল দিয়ে স্বামীকে ৩৬ বার কোপানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। জানা যাচ্ছে শুধু তাই নয়, খুনের পর প্রেমিককে ভিডিও কল নিজের স্বামীর মৃতদেহ দেখায় ওই নাবালিকা স্ত্রী। গোটা ঘটনা ঘটনায় পুলিশ এক নাবালক- সহ চারজনকে গ্রেপ্তার করেছে।
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল (Madhya Pradesh Husband Murder Case)
গত ১৩ এপ্রিল রাস্তার ধারে একটি ক্ষেতের ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ মৃতের নাম গোল্ডেন পাণ্ডে ওরফে রাহুল। চার মাস আগে বছর পঁচিশেকের ওই যুবকের সঙ্গে ১৭ বছর বয়সি এক কিশোরীর বিয়ে হয়। কিন্তু সে যুবরাজ নামে অন্য একটি যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল বলেই দাবি (Madhya Pradesh Husband Murder Case)। অভিযোগ, প্রেমিকের সঙ্গে মিলেই সে রাহুলকে খুনের পরিকল্পনা করেছিল।
ভাঙা বিয়ারের বোতল দিয়ে কোপ (Madhya Pradesh Husband Murder Case)
পুলিশ জানিয়েছে,ঘটনার দিন মোটরসাইকেলে করে স্ত্রী কে নিয়ে ঘুরতে বেরিয়েছিল রাহুল৷ ফেরার সময় আচমকাই জুতো পড়ে যাওয়ার অছিলায় রাহুলকে মোটরসাইকেল থামাতে বলে তাঁর নাবালিকা স্ত্রী৷ মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই রাহুলের উপরে চড়াও হয় নাবালিকার প্রেমিক যুবরাজের দুই বন্ধু৷ রাহুলকে টানতে টানতে রাস্তার ধারে নিয়ে যায় দুই অভিযুক্ত৷ তাদের সাহায্য করে রাহুলের নাবালিকা স্ত্রী (Madhya Pradesh Husband Murder Case)৷ এর পর তিন জন মিলে ভাঙা বিয়ারের বোতল দিয়ে নির্মম ভাবে রাহুলকে কোপাতে থাকে৷ একসময় মৃত্যু হয় রাহুলের৷
বোতল দিয়ে ৩৬ বার আঘাত
রাহুলের শরীরে বিয়ারের বোতল দিয়ে ৩৬ বার আঘাত করা হয়। পুলিশের দ্বারস্থ হয় রাহুলের পরিবার। তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। গত রবিবার জাতীয় সড়কের ধারের একটি ক্ষেত থেকে রাহুলের দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই তাদের সন্দেহ হয় কিশোরী স্ত্রীর উপর। তাঁর খোজে শুরু হয় তল্লাশি অভিযান।
খুনের কথা স্বীকার করে নিয়েছে
অবশেষে চার অভিযুক্তই পুলিশের জালে ধরা পড়ে। বুরহানপুরের এসপি দেবেন্দ্র পাতিদার জানিয়েছেন, রাহুলের দেহ তাঁর পরিবারের লোকজন শনাক্ত করেছে। পাশাপাশি, পুলিশি জেরায় চার অভিযুক্তই খুনের কথা স্বীকার করে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।