ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকা একটি গুরুত্বপূর্ণ জনসভা (CPIM Brigade Rally 2025)। মূলত গ্রামীণ এবং মেহনতি মানুষের বৃহৎ জমায়েতের দিকে নজর রেখেই এই সমাবেশের পরিকল্পনা করেছে আলিমুদ্দিন স্ট্রিট। জনসভাকে ঘিরে কলকাতার একাধিক প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত করবে ব্রিগেডে।
শহরে যান নিয়ন্ত্রণে পুলিশ (CPIM Brigade Rally 2025)
দুপুর ১টা থেকে শুরু হবে এই মিছিলগুলি। হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন — এই সমস্ত জায়গা থেকে রওনা দেবে মিছিল। প্রত্যেকটি মিছিলের পেছনেই থাকবে নানা দাবি ও প্রত্যাশার আওয়াজ। মূলত কাজের সুরক্ষা, ন্যায্য মজুরি, জমির অধিকার এবং শহরের বস্তি এলাকায় বসবাসরত মানুষদের অধিকারের প্রশ্নকে সামনে আনবে এই জনসভা (CPIM Brigade Rally 2025)।

এই বড় জমায়েতকে কেন্দ্র করে শহরের যান চলাচলে প্রভাব পড়বে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আনা হবে যান চলাচলের নিয়ন্ত্রণ। কোথাও কোথাও গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে, আবার কোথাও সম্পূর্ণভাবে বন্ধ করা হতে পারে পার্কিং। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি, থাকবেন পদস্থ পুলিশকর্তারাও, যারা সরাসরি গোটা পরিস্থিতি তদারকি করবেন।
শহরে বাড়তি নিরাপত্তা CPIM Brigade Rally 2025
যাতে কোনও অশান্তি না হয় সেদিকে নজর পুলিশের। কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। সভাস্থলে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। মিছিলে নজরদারি চালাবে পুলিশ। ব্রিগেড সমাবেশে ইন্সপেক্টর পদমর্যাদার ছয়জন আধিকারিক থাকবেন। এসআই ও এএসআই পদমর্যাদার আধিকারিক থাকবেন ১২ জন করে। এছাড়া ৮০ জন পুলিশ কর্মী থাকবেন। মহিলা পুলিশ থাকছে ১৫ জন। ডোরিনা ক্রসিং, মেয়ো রোড, চৌরঙ্গি রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ৭টি পুলিশ পিকেটিং থাকছে। পার্কিংয়ের জন্য ছয়টি জায়গার ব্যবস্থা করা হয়েছে। রাখা হচ্ছে দু’টি অ্যাম্বুল্যান্সও।
ব্রিগেডের পথে শ্রমিক-কৃষক (CPIM Brigade Rally 2025)
আলিমুদ্দিন সূত্রে খবর, এই জনসভার মাধ্যমে কর্মসংস্থান, কৃষিজমির রক্ষা, এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার বার্তা তুলে ধরতে চায় পার্টি। পাশাপাশি শহরবাসীর দিক থেকেও আজকের দিনটি হতে চলেছে পরীক্ষার। কারণ মিছিলের কারণে কিছু রাস্তায় যানজট ও বিভ্রাট দেখা দিতে পারে।
আরও পড়ুন: Murshidabad Waqf Violence: রাজ্যপাল বোসকে সামনে পেয়ে অত্যাচারের কথা শোনালেন ধুলিয়ানের মহিলারা
এদিন শহরে বের হওয়ার আগে গাড়িচালক ও যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন যান চলাচলের পরিস্থিতি দেখে রুট ঠিক করে নেন। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফ থেকেও অনলাইন মাধ্যমে রুট আপডেট দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। শাসক বিরোধী দুপক্ষই ব্যস্ত নিজেদের ঘর গোছাতে। পিছিয়ে নেই বামেরাও। ২০১১ সাল থেকে যতগুলি নির্বাচন এসেছে তাতে নেমে এসেছে শুধুই শূন্যতা। শূন্য থেকে ঘুরে দাঁড়াতে বামেদের ভরসা খেটে খাওয়া শ্রমজীবী মানুষজন। আর তাই মেহনতি মানুষের অধিকার আদায় করতে হচ্ছে রবিবারের ব্রিগেড (CPIM Brigade Rally 2025)। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই জনসভা সফল হলে তা ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বামেদের জন্য নতুন সম্ভাবনার দিক খুলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।