ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের অনতিদূরের পর্যটনপ্রিয় এলাকা পহেলগাঁও মঙ্গলবার দুপুরে রক্তাক্ত হয়ে ওঠে এক নিষ্ঠুর জঙ্গি হামলায় (Pahalgam Attack)। বৈসরন উপত্যকার নির্জন প্রাকৃতিক পরিবেশে হঠাৎই হানা দেয় পাঁচ থেকে ছয় জন জঙ্গি। নির্বিচারে গুলি চালিয়ে তারা হত্যা করে অন্তত ২৬ জন নিরীহ নাগরিককে। আহত হয়েছেন আরও বহু মানুষ। ঘটনায় গোটা উপত্যকায় ফের আতঙ্কের পরিবেশ।
সন্দেহের তির সইফুল্লার দিকে (Pahalgam Attack)
গোয়েন্দা সূত্রে প্রথম থেকেই সন্দেহের তির গিয়েছিল লশকর-এ-ত্যায়বার শীর্ষ নেতা সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরির দিকে। অনুমান করা হচ্ছিল, এই ভয়াবহ হামলার নেপথ্যে মূল পরিকল্পক তিনিই। তাঁর নির্দেশেই TRF নামে লশকরের ছায়া সংগঠন হামলার দায় নিয়েছে বলেও জানা গিয়েছিল। তবে সমস্ত জল্পনার মাঝেই সামনে আসে একটি ভিডিয়ো, যেখানে নিজেই হামলার দায় অস্বীকার করেন কাসুরি।
ভাইরাল হওয়া ভিডিয়ো (Pahalgam Attack)
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে সইফুল্লাকে বলতে শোনা যায়, “সব ভারতের নাটক! ওরা নিজেরাই হামলা করিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি ডিজিটাল। পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তান বা কোনও সন্ত্রাসী গোষ্ঠীর হাত নেই।” তাঁর বক্তব্যে ভারতের সংবাদমাধ্যমের বিরুদ্ধেও কড়া সুর শোনা গিয়েছে।
আরও পড়ুন: Pahalgam Attack : পহেলগাঁও হামলার পর মোদীকে ফোন করে পাশে থাকার বার্তা দিলেন ট্রাম্প!
TRF-র একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড (Pahalgam Attack)
২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের পর লশকর-এ-ত্যায়বার সহায়তায় গড়ে ওঠা TRF একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত বলে জানা যায়। আর লশকরের অন্যতম মাথা সইফুল্লা কাসুরি দীর্ঘদিন ধরেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হাফিজ সইদের ঘনিষ্ঠ এই জঙ্গি নেতার পাকিস্তান সেনাবাহিনীতেও যথেষ্ট প্রভাব রয়েছে।

আরও পড়ুন: Chinese Hydrogen Bomb : চিনের অ-পরমাণু হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা! বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা
কাশ্মীর ‘মুক্ত’ করার হুঁশিয়ারি (Pahalgam Attack)
পহেলগাঁও হামলার ঠিক দু’মাস আগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কাঙ্গলপুরে দেখা গিয়েছিল তাঁকে। সেখানকার একটি সেনা ব্যাটেলিয়নে ভারতবিরোধী বক্তব্য রাখেন তিনি। পাক সেনার কর্নেল জ়াহিদ জ়ারিন তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। বক্তৃতায় কাশ্মীর ‘মুক্ত’ করার হুঁশিয়ারি দেওয়া ছাড়াও ভারতীয় সেনার উপর হামলা চালানোর কথা বলেন তিনি। একই ধরনের বক্তব্য তিনি দেন খাইবার পাখতুনখোয়ার এক সেনা-সভাতেও।

আরও পড়ুন: Kharge on Pahalgam attack : ‘ভারত রাষ্ট্রের উপর আঘাত’, সর্বদল বৈঠকের দাবি কংগ্রেসের!
চাপ বেড়েছে ভারতের গোয়েন্দাদের (Pahalgam Attack)
সইফুল্লার অস্বীকার এবং TRF-এর দায় স্বীকার—এই দ্বিচারিতার মাঝে চাপ বেড়েছে ভারতের গোয়েন্দা মহলে। এই ঘটনায় কারা সত্যিই জড়িত, তা নির্ধারণে এখন কাজ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ও সেনাবাহিনী। তবে বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভিডিয়ো বার্তা আসলে আন্তর্জাতিক মহলে পাকিস্তান ও তাদের মদতপুষ্ট সংগঠনগুলোর দায় এড়ানোর একটি কৌশল।
কড়া বার্তা ভারতের (Pahalgam Attack)
জম্মু-কাশ্মীরের স্থিতিশীলতা ফের বিপন্ন হয়ে উঠেছে এই হামলার পর। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে উপত্যকার বিভিন্ন অংশে। পহেলগাঁওয়ে নিহতদের প্রতি শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন। তবে আসল ষড়যন্ত্রকারী কে—সেই প্রশ্নই এখন দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।