ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পহেলগাঁও জঙ্গি হামলার রেশ এখনো কাটেনি। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে ফের জেহাদি কার্যকলাপের আশঙ্কা। এবার টিম ইন্ডিয়ার হেড কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) খুনের হুমকি। বুধবার (২৩ এপ্রিল) ‘ISIS কাশ্মীর’ নামের এক সংগঠন গম্ভীরকে (Gautam Gambhir) এই হুমকি দিয়েছে বলে জানা গেছে।
গম্ভীরকে খুনের হুমকি (Gautam Gambhir)
বিজেপির প্রাক্তন সাংসদ ও টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দাবি, আইসিস কাশ্মীর নামের এক সংগঠনের তরফে বুধবার ইমেল পাঠিয়ে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ‘ISIS কাশ্মীর’ নামের এক সংগঠন গম্ভীরকে ‘আই কিল ইউ’ অর্থাৎ ‘আমি তোমাকে মেরে ফেলব’ লিখে দুটি ইমেইল পাঠিয়েছে। প্রথম ইমেইলটি আসে দুপুরে আর দ্বিতীয়টি ইমেইলটি আসে বিকেলে।
পুলিশের দ্বারস্থ গম্ভীর (Gautam Gambhir)
খুনের হুমকি পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় টিমের হেড কোচ। রাজেন্দ্র নগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সেই সঙ্গে দিল্লির ডিসিপিকেও বিষয়টি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই ওই ইমেলের কপি দিল্লি পুলিশের কাছে জমা দিয়েছেন গম্ভীর। পুলিশের কাছে নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভারতীয় দলের হেডকোচ।
আরও পড়ুন : IPL 2025 : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আঁচ আইপিএলয়ে, বুধবার আইপিএল ম্যাচে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন
মঙ্গলবার পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গিদের গুলিতে দুই বিদেশি নাগরিক-সহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈইবার একটি গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। পহেলগামের ঘটনার প্রতিবাদে গম্ভীর বার্তায় লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের জন্য প্রার্থনা জানাই। এর জন্য দায়ীদের মূল্য দিতে হবে। ভারত আঘাত হানবে।’
গম্ভীরের কাছে হুমকি বার্তা আসা এটাই প্রথম নয়। ২০২১ সালের নভেম্বর মাসে সাংসদ থাকার সময়েও তিনি একই ধরনের একটি ইমেল পেয়েছিলেন। সেই সময় থেকে এখন পর্যন্ত মোট পাঁচবার এমন হুমকি পেয়েছেন তিনি। প্রথমবার একটি জেহাদি সংগঠনের তরফ থেকে হুমকি আসার পরই তিনি দিল্লি পুলিশের শরণাপন্ন হয়েছিলেন। বারবার জঙ্গি সংগঠনের কাছ থেকে এমন হুমকি চিঠি আসায় তাঁর পরিবার গভীর উদ্বেগে রয়েছে। কেন গম্ভীরকেই বারবার নিশানা করা হচ্ছে, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।