ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পরিবারে নিত্য অশান্তি লেগেই থাকত। ভাঙড়ে ছেলের হাতে খুন বাবা (Bhangar Murder Case)! বিবাহিত মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে না পারায় খুন বাবা। পড়শি এক মহিলার সঙ্গে ছোট ছেলের সম্পর্ক মেনে নিতে পারেননি মা-বাবা। এই নিয়ে পরিবারে নিত্য অশান্তি লেগে ছিল। অবশেষে খুন হতে হল বাবাকে।
মহিলার পিছনে খরচ করত ছেলে (Bhangar Murder Case)
মৃতের নাম আবেদ আলি মীর। বয়স ৭৫। তিনি বরালি মল্লিক পাড়ার বাসিন্দা। অভিযোগ, রশিদের সঙ্গে এক মহিলার বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। তিনি দু’সন্তানের মা। এই সম্পর্ক মেনে নেয়নি রশিদের বাবা আবেদ আলি মীর। তা নিয়ে বাবা-ছেলের মাঝে মধ্যেই ঝামেলা হত। এই আবহে কয়েকদিন আগে রশিদ ওই মহিলার সঙ্গে অন্যত্র গিয়ে থাকতে শুরু করেন। বাবার অভিযোগ, বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে গিয়ে ওই মহিলার পিছনে খরচ করত ছেলে (Bhangar Murder Case)। এই নিয়ে তাকে বকাবকি করেছিলেন বাবা। তার জেরে তাঁকে কোদালের বাট দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল ছোট ছেলের বিরুদ্ধে।
ছেলের জন্য পাত্রী দেখা শুরু করেন (Bhangar Murder Case)
স্ত্রী ভানু বিবি, পাঁচ ছেলে ও দুই মেয়েকে নিয়ে থাকতেন আবেদ। ছোট ছেলে রশিদ বাদে বৃদ্ধের অন্য ছেলেমেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বড়ালিঘাট এলাকায় একটি জুতোর কারখানায় কাজ করত রশিদ। সম্প্রতি ওই কাজ ছেড়ে দেয় সে। এর পরে পড়শি এক মহিলার সঙ্গে রশিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই সন্তানের মা ওই গৃহবধূকে নিয়ে কয়েক দিন আগে রশিদ পালিয়ে যায়। পরে ফিরে আসে। এর পরেই রশিদের মা-বাবা ছেলের জন্য পাত্রী দেখা শুরু করেন। কিন্তু অভিযোগ, যত বারই বিয়ের ঠিক হয়, রশিদ সেই বিয়ে ভেঙে দেয় (Bhangar Murder Case)। পরিবারের আপত্তি সত্ত্বেও ওই বধূর সঙ্গে সম্পর্ক বজায় রাখে।
আরও পড়ুন: Jorasanko Murder Case: চলছিল মদ্যপান! হঠাৎ বচসার জেরে কাঁচের বোতল ভেঙে বন্ধুর গলায় ঢুকিয়ে খুন
কোদালের বাট দিয়ে বাবার মাথায় মারে
বুধবার গভীর রাতে ছেলে বাড়ি ফিরলে আবেদ তাঁকে ফের বকাবকি করেন। তখনই রশিদ কোদালের বাট দিয়ে বাবার মাথায় মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আবেদ। পরিবারের সদস্যেরা তাঁকে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে আবেদকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে মারা যান তিনি। তদন্তে নেমে পুলিশ ওই রাতেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। বড় ছেলে নজরুল মল্লিকের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত ছোট ছেলে রশিদ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।