ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ হয়ে পড়েন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। জেলে অসুস্থবোধ করায় চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম(SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই ভর্তি করানো হয়েছে বলেই খবর।
একাধিক শারীরিক অসুবিধা রয়েছে পার্থর(Partha Chatterjee)
পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) একাধিক শারীরিক অসুবিধা রয়েছে। আদালতে আইনজীবী মারফত একাধিক বার শারীরিক সমস্যার কথা জানিয়েছেন তিনি। পার্থের শরীর স্থূল। সেই সংক্রান্ত কিছু সমস্যাও তাঁর রয়েছে। তবে জেলবন্দি হওয়ার পর থেকেই পায়ের সমস্যাতেও ভুগছেন পার্থ। জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই জেলের মধ্যে অসুস্থবোধ করেন তিনি। জেলের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। সিদ্ধান্ত নেন এসএসকেএমে(SSKM) পাঠানোর। তার পরই প্রেসিডেন্সি থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই শারীরিক পরীক্ষা করানো হবে।
ফের জেলে অসুস্থ পার্থ(Partha Chatterjee)
আদালতে বার বার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন পার্থ। এমনকি জামিনের আবেদনের সময়ও তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়। তাঁর রুটিন চেকআপও করা হয় প্রতি মাসে। জেল সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বৃহস্পতিবার রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে এসএসকেএমে খবর পাঠানো হয়। দ্রুত সেখানকার চিকিৎসকদের জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল। কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ পার্থ। সূত্রের খবর, আপাতত এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।
আরও পড়ুন: Sanjay Roy Punishment: আরজি কর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের
জেলে আগেও অসুস্থ হয়ে পড়েছেন পার্থ
কেটে গিয়েছে আড়াই বছরের বেশি। ২০২২ সালের ২২ জুলাই পার্থের বাড়িতে ম্যারাথন তল্লাশির পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তারপরই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বরে। তারপর থেকে জেলে রয়েছেন। তবে অসুস্থতা এই প্রথম নয়, এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। তাঁকে এসএসকেএমে ভর্তিও করানো হয়েছে কিছু সময়ের জন্য।
আরও পড়ুন: Sanjay Roy Lifetime Jail Sentenced: সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, আড়ালে আসল দোষীরা!
ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন পার্থ
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে পার্থের জামিন দেওয়ার সময় জানায়, চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান সংগ্রহ হয়ে গেলে ১ ফেব্রুয়ারির আগেই জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশ মতো দ্রুত চার্জগঠন প্রক্রিয়ার দিকে এগোয় বিচার ভবন। আদালতের শীতের ছুটির সময়েও পার্থদের বিরুদ্ধে চার্জগঠনের জন্য বিচার ভবনে বিশেষ আদালত বসে। এ বার চার্জগঠন প্রক্রিয়া শেষ করে সাক্ষীদের বয়ান সংগ্রহ চলছে পার্থদের বিরুদ্ধে।