ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘থ্রি ইডিয়টস’-এর সেই চেনা মুখ, ফুংশুক ওয়াংডু, আজও (Pakistan) ভারতীয়দের স্মৃতিতে তাজা। প্রথাগত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে যে চরিত্র এক সময়ে ঝাঁকুনি দিয়েছিল গোটা সমাজকে, সেই চরিত্রের পিছনের মানুষ বিজ্ঞানী সোনম ওয়াংচুক আবারও খবরের শিরোনামে। তবে এবার রূপালি পর্দা নয়, সরাসরি বাস্তবের মঞ্চে। কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর তিনি মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়, পাকিস্তানের দেউলিয়াপনাকে কটাক্ষ করেছেন রসিকতার মোড়কে।
এক্স হ্যান্ডেলে একাধিক মজার স্ক্রিনশট (Pakistan)
এক্স হ্যান্ডেলে একাধিক মজার স্ক্রিনশট এবং পোস্ট শেয়ার করে ওয়াংচুক (Pakistan) দেখিয়েছেন, পাকিস্তানের জনগণের এক বড় অংশই আজ নিজেদের দেশের শাসকদের প্রতি বীতশ্রদ্ধ। যুদ্ধ নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক দৈন্যদশা নিয়ে রসিকতার মাধ্যমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ।
একপ্রকার অসহায় বিদ্রুপ (Pakistan)
একটি পোস্টে লেখা, “যুদ্ধ করতে হলে সকাল ৯টার আগে করে নিন, কারণ ৯টা ১৫ বাজলেই (Pakistan) গ্যাস চলে যায়!” এই একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে পাকিস্তানের জ্বালানী সংকট, আর তারই মধ্যে ফুটে উঠছে একপ্রকার অসহায় বিদ্রুপ। আবার আরেক পোস্টে লেখা হয়েছে, “ভারত বুঝে নিক, কতটা গরিবদের সঙ্গে লড়ছে ওরা।” কেউ কেউ লিখেছেন, যুদ্ধ কি হাইব্রিড মডেলে হবে, নাকি ভারত এবার পাকিস্তানে না গিয়ে দুবাইতে যুদ্ধ করবে!
সোশ্যাল মিডিয়ায় হাসির রোল
এই রসিকতার মাঝেও আছে তীব্র বার্তা। সোনম ওয়াংচুকের শেয়ার করা আরও একটি মিমে দেখা যায়, একজন ব্যক্তি বাইককে মিসাইল সাজিয়ে ছবি তুলেছেন, সঙ্গে পাকিস্তানের পতাকা। এই দৃশ্য দেখে যেমন সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে, তেমনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক দেশের ভঙ্গুর পরিকাঠামো ও আত্মবিস্মৃত অবস্থান।

রাজনৈতিক শ্লেষ
ওয়াংচুকের এই পোস্টে শুধু হাস্যরসই নয়, আছে রাজনৈতিক শ্লেষও। পাকিস্তানের অর্থনীতি আজ তলানিতে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রায় শূন্যের কোঠায়। আন্তর্জাতিক মঞ্চে জঙ্গি যোগের অভিযোগে একাধিকবার অপমানিতও হয়েছে তারা। তারই মধ্যে যখন পাক মদতপুষ্ট জঙ্গিরা কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর হামলা চালায়, তখন পাকিস্তানের সাধারণ মানুষদের একাংশও যেন আর সহ্য করতে পারছেন না সেই বর্বরতা।
আরও পড়ুন: Fire at Lahore Airport: লাহোর বিমানবন্দরে আগুন, বাতিল একাধিক উড়ান, সাময়িকভাবে বন্ধ রানওয়ে!
এই পরিস্থিতিরই প্রতিফলন সোশ্যাল মিডিয়ায়, মিমের আড়ালে, ব্যঙ্গের মোড়কে ধরা পড়েছে এক জাতির হতাশা ও ক্ষোভ। আর সেই বার্তাই আরও শক্তিশালীভাবে ছড়িয়ে দিলেন ‘ফুংশুক ওয়াংডু’ খ্যাত সোনম ওয়াংচুক।