ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিকাশরঞ্জন ভট্টাচার্য্য সহ অন্যান্য আইনজীবীদের ঘেরাও, আক্রমণ এবং বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও অবমাননার ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তিন বিচারপতির বিশেষ বেঞ্চে হবে এই মামলার শুনানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতি হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার এই বিশেষ বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি করল হাইকোর্ট।
আদালত চত্বরে বিক্ষোভ (Calcutta High Court)
গত শুক্রবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য, আইনজীবী ফিরদৌস শামিম, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং জুনিয়র আইনজীবীদের উপর উচ্চ প্রাথমিকের শরীরশিক্ষা ও কর্মশিক্ষার শূন্য পদের চাকরিপ্রার্থীদের ঘেরাও ও হামলার ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে। বিশেষ বেঞ্চের এই তিন বিচারপতি হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য্য। মঙ্গলবার এই নতুন বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফলে মঙ্গলবারই এই মামলার শুনানি হবে কিনা বা এই বিশেষ বেঞ্চ বসবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।
আরও পড়ুন: Lawyers Attack: হাইকোর্টে আইনজীবীদের ওপর হামলা, অবমাননা মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবীরা
কলকাতা হাইকোর্ট চত্বরে ১৪৪ ধারা তথা বর্তমানে বিএনএস ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও গত শুক্রবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হাইকোর্ট সংলগ্ন চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের শরীরশিক্ষা ও কর্মশিক্ষার শূন্য পদের চাকরিপ্রার্থীরা। পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা সিটি সিভিল আদালতের কাছে বিকাশরঞ্জন ভট্টাচার্যের দুই জুনিয়র ফিরদৌস শামিম এবং সুদীপ্ত দাশগুপ্তের চেম্বার নীচে অবস্থান শুরু করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, আইনজীবীদের জুতো দেখান তাঁরা।
বিচারপতি বিশ্বজিৎ বসু, বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে মারানো হয়। রাতে বিকাশরঞ্জন ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছে তাঁর জুনিয়র আইনজীবীদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে গেলে আইনজীবীদের উপর জলের বোতল, মাটির ভাঁড় ছুড়ে আক্রমণ করা হয়। বোতল ছুড়লে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের দিকে তেড়ে যান আইনজীবী শামিম। তাঁর সঙ্গে বচসা হয় বিক্ষোভকারীদের। পরে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে হঠিয়ে দেয়।
তিন বিচারপতির বিশেষ বেঞ্চে মামলার শুনানি (Calcutta High Court)
এই ঘটনায় আদালত অবমাননার মামলা করতে চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী। সোমবারই প্রধান বিচারপতির বেঞ্চ এই ঘটনার তীব্র নিন্দা করেন। এবং প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দেয়। প্রধান বিচারপতি বলেন, ‘আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনও আচরণ করা যায় না। রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে আবেদন করুন। এ ভাবে বিক্ষোভ দেখাবেন কেন? স্পষ্ট বলছি, এই কাজ করা যায় না। এঁদের সকলকে চিহ্নিত করতে হবে।’ এরপরই মঙ্গলবার হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল।