ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ৪ দিনে ৪ অগ্নিকাণ্ড। এবার সল্টলেকের সেক্টর ৫-এর রাসায়নিক কারখানায় আগুন লাগে বলে জানা যায় (Fire at Salt Lake)। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। অগ্নিকাণ্ডের ভয়াভয়তা এতটাই যে আগুন নিয়ন্ত্রণে আন্তে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন (Fire at Salt Lake)
শুক্রবার দুপুরে ফের আগুন লাগে খাস কলকাতায়। এই বার ঘটনাস্থল সল্টলেকের সেক্টর ফাইভ। একটি রাসায়নিক কারখানায় আচমকা আগুন লাগে। জানা গিয়েছে কারখানার ভিতরে মজুত রয়েছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ। তাই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে (Fire at Salt Lake)। কারখানা চত্বর থেকে দেখা যায় ঘন কালো ধোঁয়ার মেঘ, সঙ্গে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। তবে কী কারণে ওই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: Weather Update: বিকেল হলেই তুমুল ঝড় বৃষ্টি, এখনই কাটছে না দুর্যোগের মেঘ
আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, প্রথম পর্যায়ে দমকলকর্মীরা বাইরে থেকেই হোসপাইপের মাধ্যমে জল ছিটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন (Fire at Salt Lake)। কারখানার ভিতরে প্রবেশ তখনও সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, আগুন আংশিক নিয়ন্ত্রণে এলে তবেই ভিতরে ঢুকে উদ্ধার ও নেভানোর কাজ চলবে।
ঘটনাস্থলে দমকল মন্ত্রী (Fire at Salt Lake)
ঘটনাস্থলে ছুটে যান দমকলমন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ। তাঁরা আগুন নেভানোর কাজ পর্যবেক্ষণ করেন ও দমকলকর্মীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন (Fire at Salt Lake)। দমকলের অনুমান, কারখানায় বিপুল পরিমাণে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়ায় এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।

দমকলমন্ত্রী জানান, “দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছেন। পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই (Fire at Salt Lake)। তবে কারখানার আশপাশে বসবাসকারী মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে দমকলকে সহায়তা করছে।