ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা এক গভীর সঙ্কটের সূচনা করেছে(JD Vance On Pahalgam)। প্রাণহানির এই ঘটনার পরপরই ভারতের রাজনৈতিক ও সেনা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কড়া ভাষায় হামলার নিন্দা করেন এবং ভারতীয় সেনাকে যে কোনও উপযুক্ত পদক্ষেপ গ্রহণের অনুমতি দেন। সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা আট দিন ধরে গোলাগুলির ঘটনা এই উত্তেজনাকে আরও উসকে দেয়। এরই মধ্যে আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই অঞ্চলে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে সক্রিয় হয়ে ওঠে।
ভারত হামলার জবাব দেবে (JD Vance On Pahalgam)
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance) ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন ভারত এই হামলার জবাব দেবে(JD Vance On Pahalgam)। তবে একইসঙ্গে নয়াদিল্লিকে তিনি বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর পরামর্শ দেন। তাঁর বক্তব্যে স্পষ্ট হয় যে, ভারত যেন এমন কোনও প্রতিক্রিয়া না জানায় যা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টি করতে পারে। যদিও তিনি সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফকে (Shehbaz Sharif) দায়ী করেননি, তথাপি পাকিস্তানের মাটিতে জঙ্গি তৎপরতার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন।
ট্রাম্পের প্রতিক্রিয়া (JD Vance On Pahalgam)
চার দিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald J. Trump) এই ঘটনার প্রথম প্রতিক্রিয়া দেন(JD Vance On Pahalgam)। হামলাটিকে “একটি খারাপ ঘটনা” বলে মন্তব্য করলেও ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাকে তিনি ঐতিহাসিক বাস্তবতা হিসেবে দেখেছেন। ট্রাম্প দুই দেশের নেতার সঙ্গেই ব্যক্তিগত ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার ইঙ্গিত দেন।

সংঘাত থেকে বিরত থাকতে পরামর্শ(JD Vance On Pahalgam)
এদিকে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে ফোনে কথা বলেন(JD Vance On Pahalgam)। তিনি উভয়পক্ষকে সংঘাত থেকে বিরত থাকতে বলেন। একইভাবে, মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে জানান, ট্রাম্প প্রশাসন ভারতের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিলেও সামগ্রিকভাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।

ভারসাম্য রক্ষার কৌশল (JD Vance On Pahalgam)
বিশেষজ্ঞদের মতে, আমেরিকা এমন এক ভূরাজনৈতিক পরিস্থিতিতে পড়েছে, যেখানে সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিলে পাকিস্তান চিনের আরও কাছাকাছি চলে যেতে পারে(JD Vance On Pahalgam)। শুল্কযুদ্ধের আবহে এটি ওয়াশিংটনের কাছে মোটেই কাম্য নয়। ফলে যুক্তরাষ্ট্র এখন ভারসাম্য রক্ষার কৌশল নিচ্ছে—ভারতের সুরক্ষা ও প্রতিক্রিয়ার অধিকারকে সম্মান জানানো, আবার পাকিস্তানকে একেবারে দূরে না ঠেলে দেওয়া।ভারত এখন একদিকে আন্তর্জাতিক সমর্থন বজায় রাখতে চাইছে, অন্যদিকে নিজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জঙ্গি হামলার বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে প্রস্তুত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সীমিত সামরিক অভিযান বা টার্গেটেড স্ট্রাইক ভারতের পক্ষ থেকে হতে পারে, তবে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা আপাতত কম।

কূটনৈতিক সঙ্কট(JD Vance On Pahalgam)
এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, দক্ষিণ এশিয়া এখনো এক অস্থির ভূখণ্ড, যেখানে একটি ছোট সন্ত্রাসবাদী হামলা থেকেই জন্ম নিতে পারে বৃহৎ কূটনৈতিক সঙ্কট। ভারত-পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসম্ভারকে ঘিরে এই ধরনের উত্তেজনা শুধু দুই দেশের জন্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই উদ্বেগের কারণ।