ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ফের গরমের দাপট বাড়তে পারে (Weather Forecast)। তবে তারই সন্ধ্যা হলেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় মিলবে সাময়িক স্বস্তি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ চড়বে। এখনও তাপপ্রবাহ বা ‘হিট ওয়েভ’-এর কোনও ইঙ্গিত নেই।
পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা (Weather Forecast)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Forecast)। কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও। তার পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই শুকনো আবহাওয়ার সম্ভাবনা।
৪০ কিলোমিটার বেগে হাওয়া (Weather Forecast)
সোমবার এবং মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস দক্ষিণের প্রায় সব জেলায় (Weather Forecast)। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো কিছু জেলায় হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এ ছাড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বুধবারও ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
আরও পড়ুন: Pakistani Citizen Arrested: ৪৫ বছরের সংসার, দুই মেয়ে! চন্দননগর থেকে গ্রেফতার ‘পাকিস্তানি’ বউ
তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না
উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পর ধীরে ধীরে পারদ চড়বে। পরবর্তী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের সর্বত্র। হাওয়া অফিস জানিয়েছে, গুজরাত উপকূল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, বাংলা থেকে ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত গিয়েছে একটি অক্ষরেখা। তার ফলে এখনও কিছু কিছু জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
মঙ্গলবার পর্যন্ত ঝড়ের সতর্কতা
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সপ্তাহের বাকি দিনগুলিতেও দু’-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তার পর আবার শুকনো আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গে।