ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্বশুরবাড়ির দাবি মত বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ না পাওয়ায় (Old Malda Murder Case) গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মালদাতে। ২২ বছরের যুবতীর মৃত্যুর ঘটনায় স্বামী-সহ শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হত (Old Malda Murder Case)
মৃতা গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় এক লক্ষাধিক টাকা পণ হিসাবে দেওয়া হয় (Old Malda Murder Case)। কিন্তু তারপরও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হত ওই গৃহবধূকে। এমনকি ওই গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে আবার গৃহবধূর বাপের বাড়ির থেকে ১ লক্ষ টাকা পণ দেওয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসে তার স্ত্রীকে। এরই মধ্যে আবার পাঁচ লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল বলে অভিযোগ। টাকা না দিলে খুনের হুমকি দেওয়া হত।
দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে (Old Malda Murder Case)
পুলিস সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম গৌরী পাল। বয়স ২২। তিন বছর আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার হরিপুর এলাকার বাসিন্দা ওই তরুণীর বিয়ে হয়েছিল মালদহের পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকার বাসিন্দা প্রশান্ত পালের সঙ্গে। বর্তমানে তাদের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে (Old Malda Murder Case)। বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ না পাওয়ায় তাঁকে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে।
অত্যাচার করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন
টাকা না পেয়ে সোমবার রাতে গৌরীর উপর অত্যাচার করেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। তার পর অ্যাসিড খাইয়ে খুন করা হয়। গভীর রাতে ওই বধূকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অন্য দিকে, মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে খবর।