ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৩ নভেম্বর, শনিবার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে দু’বছর পূর্তি হচ্ছে সি ভি আনন্দ বোসের (CV Bose)। স্বাভাবিকভাবেই এই দিনটি’কে স্মরণে রেখে গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজভবনের (Raj bhavan) তরফে। রাজ্য তো বটেই, ভিন রাজ্যের বিভিন্ন মহল থেকে প্রায় ২০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনে। সেই দীর্ঘ নামের তালিকা দেখলে বোঝা যায় ক্রীড়া, শিল্প, সাহিত্য জগতের মহারথীদের আসর বসতে চলেছে।
কিন্তু, থাকছেন না কোনও রাজনীতিবিদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu adhikari) তো নন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে রাজভবন সূত্রের দাবি। বৃহস্পতিবার রাত পর্যন্ত যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই বলেই জানা গিয়েছে। যদিও গতবার রাজ্যপাল পদে প্রথম বর্ষ পূর্তিতে ২৩ শে নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রাজভবনে আমন্ত্রণ করা হয়েছিল।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের, চড়ছে রাজনৈতিক পারদ!
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জোর, শুক্র সকালে বাজারে হানা টাস্ক ফোর্সের
শনিবার সকালে রাজভবন চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তার আত্মীয়-স্বজনেরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সকাল দশটায় প্রদর্শণী ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন আছে। বারোটায় বেসরকারি সংস্থার উদ্যোগে বেশ কিছু জিনিসপত্র বিতরণ করা হবে। বিকেল পাঁচটায় রাজ ভবনের ভিতরেই মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেই অনুষ্ঠানেই সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর রায়, পূর্ণদাস বাউল প্রমূখ মিলিয়ে মোট ২০০ জনকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ পত্রের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এমনকি কোনও রাজনৈতিক নেতার নাম নেই বলেই জানা গিয়েছে। কারণ সূত্রের দাবি, রাজ্যপাল সাংবিধানিক পদাধিকারী। তিনি রাজনীতির বাইরেই থাকতে চাইছেন।