ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাঝরাতে পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানে স্ট্রাইক (Operation Sindoor) চালিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটিকে নিশানা করা হয়। সবকটি ধুলিসাৎ হয়ে যায়। সূত্রের খবর, এই হামলার জেরে একশোর কাছাকাছি জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, তাদের অনেক সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। এমত অবস্থায় ভারতে প্রবেশের চেষ্টা এক পাকিস্তানি নাগরিকের। বিএসএফ-এর গুলিতে মারা পড়ল সে। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ওই পাকিস্তানি নাগরিক রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তখনই তাকে গুলি করা হয়।
গুলি চালাতে বাধ্য হন সীমান্তরক্ষীরা (Operation Sindoor)
বিএসএফের বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার ভোররাতে পঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক (Operation Sindoor)। বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। বিএসএফের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে দেখে ফেলেন সীমান্তরক্ষীরা। কিন্তু অভিযোগ, তাঁরা যুবককে এগোতে বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। ধীর পায়ে কাঁটাতারের দিকে এগোচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন সীমান্তরক্ষীরা।
পাকিস্তানি নাগরিককে আটক (Operation Sindoor)
গত রবিবার পঞ্জাবের গুরদাসপুরে ভারতে অনুপ্রবেশের সময় এক পাকিস্তানি নাগরিককে আটক করেছিল বিএসএফ। দরিয়া মনসুর সীমান্ত চৌকির কাছে একটি ঝোপে লুকিয়ে ছিলেন তিনি। তাঁর কাছে পাকিস্তানের পরিচয়পত্রও মিলেছে। মহম্মদ হুসনাইন নামে ওই যুবক বর্তমানে পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন। তারও আগে, রাজস্থানে একই ভাবে সীমান্ত পেরিয়ে ঢোকার সময় এক জন পাক রেঞ্জারকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। তাঁকে এখনও জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ।
আরও পড়ুন: Operation Sindoor: রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে হাই অ্যালার্ট জারি, পুলিশ কর্মীদের ছুটি বাতিল
পরিস্থিতির মোকাবিলায় সতর্ক
পাকিস্তানের সীমান্তবর্তী দুই রাজ্য পঞ্জাব এবং রাজস্থানে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। দুই রাজ্যেই সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে বায়ুসেনাকেও। সর্বদলীয় বৈঠকে বসেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বাকি দলের প্রতিনিধিদের অবহিত করেন রাজনাথ সিং। অ-বিজেপি দলগুলোর তরফে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।