Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউডে (Bollywood) জিৎ (Jeet) যেন পাকাপাকি ভাবে একটা জায়গা করে নিচ্ছে, তা বলাই বাহুল্য। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বলিউডে নিজের বাড়িও করে ফেলেছেন তিনি। খাকির (Khakee: The Bengal Chapter) পর এখন টলিউড সুপারস্টারের (Tollywood Superstar) কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। তাতে খুশি অনুরাগীরাও। এবার শোনা যাচ্ছে অন্য আরেকটা সুখবর। জিৎকে নাকি এবার দেখা যাবে বায়োপিক ছবিতে! কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে? কেমন হতে চলেছে সেই ছবি ? কার বায়োপিকে অভিনয় করবেন তিনি?
জিৎ মানেই হিট (Jeet)
টলিউড সুপারস্টার জিৎ (Jeet) মানেই, একের পর এক হিট ছবি। আর হিট ছবি মানেই বাণিজ্যিক দিক থেকে ব্যাপক উন্নতি। এক কথায় জিৎ মানেই অন্ধ তাঁর অনুরাগীরা। তাঁর ছবি হওয়া মানেই শুধুমাত্র সিনেমাহল গুলি হাউসফুল হয় তাই নয়, ভিড়ও রীতিমত চোখে পড়ার মতো।
ছবির মূল বিষয়বস্তু (Jeet)
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ এর পর সুপারস্টার জিতের (Jeet) নতুন ছবি আসছে। শোনা যাচ্ছে তিনি নাকি বায়োপিকে অভিনয় করবেন। চরিত্রটি নিয়ে রহস্য রয়েছে প্রচুর। স্বাধীনতা সংগ্রামের কিছু ছবি তুলে ধরা হবে। ১৯৬০-এর পটভূমিকায় তৈরি এই ছবি। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অনন্ত সিংহ স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়। আর এই অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করবেন সুপারস্টার জিৎ। অনেকে মনে করছেন, বিপ্লবী হিসাবে তাঁকে দেখা যেতে পারে।
আরও পড়ুন: Arijit Singh: বাড়ছে যুদ্ধের উত্তেজনা, বড় সিদ্ধান্ত অরিজিৎ সিংয়ের! কী করলেন?
তবে কেউ কেউ বলছেন ডাকাত হিসেবে দেখা যেতে পারে। আসলে স্বাধীনতার পর অনন্ত সিং বঞ্চিতদের মধ্যে সম্পদ পুনর্বন্টনের কথা ভেবেছিলেন। চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠনের নায়ক ছিলেন অনন্ত সিংহ। ইন্সপেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করবে। বিশ্বাসঘাতকতা এই ছবিটির মধ্যে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আঙুল তোলা হয়েছে, সামাজিক ব্যবস্থা উপর। অর্থাৎ অনন্ত সিং স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আর সেই সমস্ত বিষয়কে তুলে ধরা হয়েছে এই ছবিতে।
ছবির চিত্রনাট্য রচনা
শোনা যাচ্ছে ছবির চিত্রনাট্য লেখেন অরিত্র বন্দ্যোপাধ্যায় ও অর্পণ গুপ্ত। নন্দী মুভিজের প্রযোজনায় তৈরি এই ছবি। এর আগেও এই টিম ‘ শ্রীমান ভার্সেস শ্রীমতী’ বানিয়েছে। সুপারস্টার জিতের সাথে কাজ করতে পারায় পরিচালক বলেন ,”মনে হচ্ছে জীবন এক বৃত্ত সম্পন্ন করলাম”। যদিও এর আগে জিতের সাথে কাজ করে এসেছেন পরিচালক।
অজানা সংগ্রামী নায়ক
এই বায়োপিক চরিত্রে অভিনয়ের কথা বলতে গিয়ে জিৎ বলেন, “এই ছবি করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আগে কখনো বায়োপিক করিনি”। পরিচালক পথিকৃৎ বসু বলেন, “এই ছবির গুরুত্বপূর্ণ বিষয় হল, এক ভুলে যাওয়া নায়কের গল্প ,স্বাধীনতা সংগ্রামের অনেক নায়কের কথাই আমরা মনে রাখি, তবে অনেক সাহসী মানুষ রয়েছেন, যাঁদের কথা অনেকেরই অজানা। আর অনন্ত সিং এমনই একজন স্বাধীনতা সংগ্রামী”।
আরও পড়ুন: Kanchan Mullick: মাকে দাহ করে বাড়ি ফিরতেই…! চোখে জল কাঞ্চনের
প্রসঙ্গত বলা যায়, দেশবাসী স্বাধীনতা সংগ্রামী মানুষদের সম্মান করেন এবং দেশের প্রতি তাঁদের ত্যাগ আমরা কখনই ভুলতে পারিনা। তবে অজানা অনেক সংগ্রামী মানুষ আছেন। আর সেই রকমই স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের কথা এখানে তুলে ধরা হবে। সুপারস্টার জিৎ যে তাঁর বায়োপিকে অভিনয় ফুটিয়ে তুলবেন এ বিষয়ে নিশ্চিত তাঁর অনুরাগীরা। এখন শুধু অপেক্ষার পালা।l