ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘তেঁতুলপাতা’য় (Tentulpataa) আবার ফিরলেন অনিন্দিতা (Anindita Raychaudhury)। খুশিতে সরগরম তেঁতুলপাতার টিম। এই দিনের অপেক্ষাতেই ছিলেন অনেকে। সদ্য ২ মাসের মেয়েকে রেখে শুটিংয়ে ফিরতেই অনিন্দিতা (Anindita Raychaudhury) কী বললেন? এই সুখবরটা তিনি নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখন সবার মনে প্রশ্ন, তিনি দুই মাসের বাচ্চাকে বাড়িতে রেখে কাজে ফিরলেন, অসুবিধা হবে না? মেয়েকে দেখাশোনা করবে কে? কারণ মেয়ের বাবা অভিনেতা সুদীপও (Sudip Sarkar) এখন ‘ফুলকি’র (Phulki) শুটিংয়ে ব্যস্ত।
নতুন মা ফিরছেন কাজে (Anindita Raychaudhury)
সদ্য মা হয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury)। এমন অবস্থায় মেয়ের পাশে থাকা উচিত বলে মনে করছেন অনেকেই। সাধারণত টানা ১৪ ঘন্টা শুটিং ফ্লোরে থাকতে হয়। সেখানে নতুন মা তার সদ্য দু মাসের মেয়েকে রেখে কীভাবে কাজ করবেন? অভিনেত্রী ‘তেতুঁলপাতা’ ধারাবাহিকে অভিনয় করতেন। তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। মাতৃত্বকালীন ছুটির আগে পর্যন্ত তিনি অভিনয় করে গেছেন। এখন তিনি ফিরছেন শুটিং ফ্লোরে। সেই পুরাতন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
সংস্থার পূর্ণ সহায়তা (Anindita Raychaudhury)
শোনা যাচ্ছে, অভিনেত্রী মেয়ের দেখভালের সমস্ত ব্যবস্থা করে তবেই শুটিংয়ে যাবেন (Anindita Raychaudhury)। আর যেহেতু গর্ভাবস্থায় তিনি টানা কাজ করে গেছেন , সেখানে কোনও রকম অসুবিধা হয়নি। প্রযোজনা সংস্থার পূর্ণ সহায়তা ছিল। কোনও শারীরিক সমস্যা নেই। তাই তিনি বাড়ি বসে থাকতে চাইছেন না। ফিরতে চাইছেন কাজে। আর প্রযোজনা সংস্থার ওপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে। সাথে সহকর্মীরাও খুব ভালো।
আরও পড়ুন: Alia Bhatt: দেশের কঠিন সময়ে পাশে আলিয়া! কেরিয়ারের বড় মাইলস্টোন হাতছাড়া?
অনিন্দিতার চরিত্র
‘তেতুঁলপাতা ‘ ধারাবাহিক ছাড়াও আগে অনেক ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। তেতুঁলপাতা ধারাবাহিকের চরিত্র নেগেটিভ হলেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে চরিত্রটি। অনুরাগীরা আশা করছেন, অনিন্দিতার ফিরে আসা এক নতুন মোড় আনবে ধারাবাহিকে। অনিন্দিতা ‘পিসির’ চরিত্রে অভিনয় করেন। অনেক দর্শকই চাইছিলেন, অনিন্দিতা যাতে পুনরায় ধারাবাহিকে ফিরে আসেন। আসলে সিরিয়ালে ‘ পিসির ‘ অভাব অনুভব করছিলেন বহু দর্শক। কারণ অনিন্দিতার পিসির চরিত্রে অভিনয় , ধারাবাহিকটিকে সকলের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আরও পড়ুন: Jaisalmer Jomjomat: ভয়ঙ্কর চক্রের ফাঁদে সব্যসাচী! ‘জয়সলমীর জমজমাট’ করবে পর্দা ফাঁস
এমনটা প্রথম নয়!
যদিও সদ্যজাতকে রেখে কাজে ফেরা এটাই প্রথম নয়। এর আগে মানসী সেনগুপ্তকে (Manosi Sengupta ) কাজে ফিরতে দেখা গেছে। কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজও আবার কাজে ফিরেছেন। আবার মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়কে (Rupsa Chatterjee) এখনও কাজে ফিরতে দেখা যায়নি। ২০২২ সালে অনিন্দিতা রায়চৌধুরী আর সুদীপ সরকার বিয়ে করেন। এই টলিউড দম্পতির কোলে ৩ বছর পর আসে তাঁদের প্রথম সন্তান ফুটফুটে এক রাজকন্যা। এখন তাঁদের রাজকন্যার বয়স দু’মাস।