Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষ এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে সোমবার বিদেশসংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বিদেশসচিব বিক্রম মিস্রী (India Pakistan Tensions)। সংসদ ভবনে বিকেল ৪টা নাগাদ শুরু হওয়া বৈঠকে পরমাণু হুমকির আশঙ্কা, সামরিক সংঘর্ষের পরিণতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের কোনও পরমাণু ছিল না (India Pakistan Tensions)
সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই বৈঠকে মিস্রী (Vikram Misri) স্পষ্টভাবে জানান, পাকিস্তানের দিক থেকে কোনও পরমাণু হামলার হুমকি ছিল না(India Pakistan Tensions)। তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রচলিত অস্ত্রের মধ্যেই সীমিত ছিল। এই নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো ঠিক নয়।”বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেস সাংসদ ড. শশী তারুর। উপস্থিত ছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্ল এবং দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী ও অরুণ গোভিল এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি-সহ একাধিক শাসক-বিরোধী সাংসদ।
পাক সামরিক স্থাপনায় হামলা হয়নি (India Pakistan Tensions)
বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গ ঘিরে প্রশ্ন ওঠে(India Pakistan Tensions)। স্মরণযোগ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। সরকারি বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের কোনও সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। কিন্তু জঙ্গি ঘাঁটি ধ্বংসের জবাবে পাক সেনাও পাল্টা হামলা চালায়। ভারতীয় সেনাও তা প্রতিহত করে। এই সামরিক উত্তেজনা চলে প্রায় চার দিন, যার পর সংঘর্ষবিরতিতে পৌঁছায় দুই দেশ।

আরও পড়ুন: Hunger Crisis In Gaza : চাপে পড়ে গাজ়ায় ত্রাণ পাঠালো ইজ়রায়েল! কোন চাপে বাধ্য হল নেতানিয়াহু ?
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র হানা (India Pakistan Tensions)
তবে এই সময়েই পাকিস্তান ‘শাহিন’ ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানায় ভারতীয় সেনা (India Pakistan Tensions)। ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম—এমন গুঞ্জন উঠে। যদিও সরকারিভাবে এ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয়টি নিয়েই অনেকে প্রশ্ন তোলেন, যার পরেই মিস্রী স্পষ্ট করে জানান, “এই পরিস্থিতিতে কোনও পরমাণু হুমকি ছিল না, এবং বর্তমান নীতিমালার মধ্যেই ভারত কাজ করছে।”

ট্রাম্পের মন্তব্য (India Pakistan Tensions)
বৈঠকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য (India Pakistan Tensions)। তিনি দাবি করেছিলেন, ভারত ও পাকিস্তানের সামরিক সংঘর্ষ বন্ধে আমেরিকা ‘বাণিজ্য’কে কৌশল হিসেবে ব্যবহার করেছে। এই দাবি ইতিপূর্বেই নাকচ করেছে ভারত। সোমবার বৈঠকে বিদেশসচিব ফের সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, “ভারত-পাক সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়ে সব সিদ্ধান্ত দ্বিপাক্ষিক স্তরে নেওয়া হয়। বিদেশি হস্তক্ষেপের কোনও অবকাশ নেই।”এই বৈঠক স্পষ্ট করেছে, ভারত তার কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতিতে আগের মতোই কঠোর এবং পরিমিত অবস্থান বজায় রাখছে। তবে পাশাপাশি পাকিস্তানকে ঘিরে ভবিষ্যতের যে কোনও উত্তেজনার ক্ষেত্রেও ভারত কূটনৈতিক প্রস্তুতি নিচ্ছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।