ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইতিমধ্যে ৭০০ পর্ব অতিক্রান্ত করেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Fulki)। তবে এরই মাঝে রয়েছে একটা হৃদয়বিদারক খবর (Sudip Sarkar)। কারণ এই ধারাবাহিকে খলনায়কের চরিত্রে যিনি অভিনয় করছেন অর্থাৎ সুদীপ সরকার (Sudip Sarkar), সম্প্রতি তিনি তাঁর বাবাকে হারিয়েছেন। কিন্তু এই শোকের মাঝেও তিনি শুটিংয়ে বিরাম দেননি। শুটিংয়ের কাজ চলছে। গল্পে একের পর এক আসছে নতুন টুইস্ট। এখন সুদীপকে দেখা যাবে একদম নতুন রূপে নতুন সাজে। এই বিষয়ে কি বললেন তিনি ট্রাইব টিভিকে? একদিকে গ্রীষ্মের তপ্ত আবহ, তো অপরদিকে চলছে শুটিংয়ের কাজ। গ্রীষ্মকালে কীভাবে শুটিং করেন?
ভিলেন হয়েও মন জয় (Sudip Sarkar)
অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar), যিনি ফুলকিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। সদ্য বাবাকে হারিয়েছেন। তাঁর বাবা চাইত, সুদীপ যেন সবসময় কাজের মধ্যে থাকেন। তাই অশৌচ গায়েও বিরাম নিতে চাননি তিনি। নিয়মিত ফ্লোরে উপস্থিত হচ্ছেন। ফুলকিতে এখন নতুন রূপে দেখা যাবে তাঁকে। লুকও চেঞ্জ হয়েছে। মাথায় পরচুলা, পাগড়ি, কপালে তিলক ও সারা শরীর মোড়া পোশাকে। বলতে গেলে, তাঁকে অন্য রূপে দেখতে পাবে দর্শক।
কাজে বাবার খুশি হওয়া (Sudip Sarkar)
যতদিন যাচ্ছে গ্রীষ্মের দাবদাহে বেড়ে চলেছে (Sudip Sarkar)। আর এই পরিস্থিতিতে অভিনেতার লুক চেঞ্জ! তিনি কিভাবে শুটিং করছেন এত গরমে? তাও আবার পুরো শরীর মোড়া পোশাক পরে? মাথায় লম্বা পরচুলা পরে? অভিনেতা সবটাই হাসিমুখে মেনে নিয়েছেন। কারণ এটাই তার পেশা এবং ভালোবাসা। সবে বাবাকে হারিয়েছেন। সেই বাবার অনুপ্রেরণায় তিনি কাজ করে যেতে চান। তিনি মনে করেন, সর্বদা কাজের মধ্যে থাকলে বাবা খুশি থাকবেন।
আরও পড়ুন: Hera Pheri 3: অক্ষয়ের সর্বনাশ করলেন পরেশ রাওয়াল, বিবাদ এখন আইনি পথে!
অভিনেতার বড় প্রাপ্তি
‘ফুলকি ‘ ধারাবাহিক সুদীপের জীবনে বড় প্রাপ্তিটাই এনে দিয়েছে। ২০২৪ ফুলকি ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর এই অনুষ্ঠানে মা বাবা সাথে ছিলেন। পুরস্কার পাওয়ার সময় পাশে বাবা ছিলেন। বাবা তাঁর প্রাপ্তি দেখে গেছেন। তাই তিনি মনে করেন, কাজে থাকলেই বাবা খুশি হবেন। জীবনের সেরা স্মৃতি হিসেবে বাবাকে পাশে নিয়ে এই প্রাপ্তিকে মনের মণিকোঠায় রেখে দিতে চান।
আরও পড়ুন: Rupsa Chatterjee: একরত্তিকে নিয়ে কাজে ফিরলেন রূপসা, সিরিয়াল নাকি সিনেমা? কোথায় দেখা যাবে?
ছদ্মবেশেও চিনে ফেলছে সন্তান
এই কঠিন সময়ে ছদ্মবেশে ধারাবাহিকে কাজ করে যাচ্ছেন অভিনেতা। বাড়ির ছোট্ট ক্ষুদে কি চিনতে পারছে বাবার এই ছদ্মবেশ? উত্তরে তিনি বলেন, কোনও প্রতিক্রিয়া নেই ,তবে কথা বললে ঘুরে তাকাচ্ছে। বুঝে গেছে যে বাবা বাড়িতে এসে গেছে। আর এইভাবে এক বাবা হয়ে বাবার অনুপ্রেরণায় তিনি কাজ করে যেতে চান আজীবন। আপাতত তাঁর এই নতুন ছদ্মবেশে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। ভিলেন চরিত্রে অভিনয় করেও তিনি অনুরাগীদের মন জয় করে নিয়েছেন।