ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরিহারা এসএসসি গ্ৰুপ ‘সি’ ও গ্ৰুপ ‘ডি’ কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা (Court Case Filed)। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। আজ শুনানির সম্ভাবনা।
ভাতা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা (Court Case Filed)
মে মাসের ১৪ তারিখ নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ এসএসসি-তে চাকরি হারানো গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। যতদিন না পর্যন্ত আদালতের পরবর্তী রায় আসছে, ততদিন তাঁরা এই ভাতা পাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করে এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ ‘সি’ ও ‘ডি’ কর্মীদের ভাতা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। সেই ভাতা দেওয়ার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের (Court Case Filed) হল।
বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে ‘অযোগ্য’দের মাসিক ভাতা দিচ্ছে রাজ্যে। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর, আজ তথা বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাতিল প্রায় ২৬ হাজার চাকরি (Court Case Filed)
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে বাতিল হয়েছে ওই সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল। চাকরি হারিয়েছেন মোট ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। পরে পড়ুয়াদের শিক্ষাদানের কথা মাথায় রেখে রাজ্যের আর্জিতে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত আপাতত চাকরিহারা যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: Primary Job Cancellation: আজ ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, হাইকোর্টে অবস্থান জানাবে পর্ষদ
কিন্তু শিক্ষাকর্মীদের সে অধিকার দেওয়া হয়নি। আদালত শিক্ষাকর্মীদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। এই আবহে তাদের চিন্তা লাঘব করতে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য।