ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইকে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত (Operation Sindoor Diplomacy)। অপারেশন সিঁদুরের পরে সামরিক দিক থেকে অভিযান আপাতত স্থগিত থাকলেও, কূটনৈতিক অভিযানে ঝাঁপিয়েছে ভারত। পাকিস্তানের মিথ্যা ও সন্ত্রাসের কারখানা যে কতটা ভয়ঙ্কর, তা বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি হয়েছে ৭টি সাংসদীয় প্রতিনিধি দল। সাতটি প্রতিনিধি দলে, শাসক-বিরোধী মিলিয়ে একাধিক সাংসদ রয়েছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য-সহ মোট ৩৩টি দেশে পৌঁছবে এই প্রতিনিধি দলগুলি। এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।আর রবিবারের মধ্যে প্রতিনিধি দলগুলি তাঁদের গন্তব্যের লক্ষ্যে বেরিয়ে পড়বেন।
৩৩ দেশ নির্বাচন কেন? (Operation Sindoor Diplomacy)
বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে দিয়েছেন, ৩৩টি দেশে যাবে ভারতের সাংসদীয় প্রতিনিধি দল(Operation Sindoor Diplomacy)। তাঁর কথা উদ্ধৃত করে বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী জানিয়েছেন, ৩৩টি দেশের মধ্যে ১৫টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। তারমধ্যে ৫টি দেশ স্থায়ী সদস্য এবং ১০টি দেশ অস্থায়ী সদস্য। প্রতি দুই বছর অন্তর এই অস্থায়ী সদস্যপদ বদলে যায়। এছাড়াও, ৩৩টি দেশের তালিকায় এমন ৫টি দেশ রয়েছে যারা শীঘ্রই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হবে। এছাড়াও এমন কিছু দেশ বেছে নেওয়া হয়েছে, যাদের কণ্ঠস্বর সাধারণত বিশ্ব মঞ্চে শোনা যায়।জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে গঠিত প্রতিনিধিদলের সদস্য হলেন অপরাজিতা ষড়ঙ্গী। এই দলটি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে যাবে। প্রথম প্রতিনিধিদল হিসেবে তারা বুধবারই রওনা হবে জাপানের উদ্দেশে।
ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ (Operation Sindoor Diplomacy)
বর্তমানে পাকিস্তান নিরাপত্তা পরিষদের অস্থায়ী এবং আগামী ১৭ মাস তারা এই অবস্থানে থাকবে(Operation Sindoor Diplomacy)।এই প্রসঙ্গে ভুবনেশ্বরের সাংসদ অপরাজিতা ষড়ঙ্গীবলেন, ‘আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন দলের সাংসদরা একসঙ্গে বিভিন্ন দেশে যাবেন এবং সেখানকার আমলাতন্ত্র ও রাজনৈতিক প্রতিনিধিদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবেন, আমাদের অবস্থান তুলে ধরবেন এবং সন্ত্রাসবাদ প্রচারে পাকিস্তানের পদ্ধতির নিন্দা জানাবেন। এটা আমাদের দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘সাংসদীয় প্রতিনিধিদল বিশ্বের কাছে বার্তা দিতে চায় যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’
আরও পড়ুন- Iran’s Supreme Leader: ‘আমেরিকার দাবি আপত্তিকর!’ পরমাণু ইস্যুতে ট্রাম্পকে পাল্টা বার্তা খামেনেই-র
সাংসদীয় প্রতিনিধি দল (Operation Sindoor Diplomacy)
ভারতের সাতটি প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন-কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বায়জয়ন্ত পান্ডা, জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝা, এনসিপি-এর সুপ্রিয়া সুলে, শিবসেনার একনাথ শিন্ডে এবং ডিএমকে-এর কানিমোঝি(Operation Sindoor Diplomacy)। ভারতের বাছাই করা দেশগুলি হল-মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, রাশিয়া, ইজরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মিশর, নাইজেরিয়া, কেনিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপিন্স।
আরও পড়ুন- Ashoka University professor:সুপ্রিম কোর্টে স্বস্তি অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের, তদন্তে সিট
কাদের সঙ্গে সাক্ষাৎ (Operation Sindoor Diplomacy)
৩৩টি দেশের শীর্ষস্তরের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দলগুলি(Operation Sindoor Diplomacy)। সেই দেশের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, সাংসদ, বিরোধী দলনেতা, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক এবং সেই দেশে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতদের সঙ্গে কথা বলা হবে।