ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের অন্যতম সেরা সুপারস্টার হৃতিক রোশন (Hrithik Roshan)। ইতিমধ্যেই ‘ওয়ার ২’ (War 2) এর টিজার ইন্টারনেটে কতটা আলোড়ন তুলেছে তা নতুন করে বলার নেই। একদিকে হৃতিক রোশন তো অপরদিকে দক্ষিণী সুপারস্টার এনটিআর। দুজনের দুর্ধর্ষ অভিনয়ের কিছু ঝলক ইতিমধ্যেই দর্শকের সামনে এসেছে। দুই সুপারস্টারের লুকই এখন প্রকাশ্যে । এখন পর্দায় কে কাকে টক্কর দেবেন সেটাই দেখার।
‘ওয়ার’ এর সিক্যুয়েল (War 2)
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের অভিনীত ‘ওয়ার ২’ (War 2) ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে যশরাজ ফিল্মসের ব্লকবাস্টার ‘ওয়ার’ (War) এর সিক্যুয়েল ‘ওয়ার ২’ (War 2)। ছবির টিজারে হৃতিকের (Hrithik Roshan) লুক দেখে অনুরাগীরা ফিদা। এ প্রসঙ্গে হৃতিক বলেন, “আমাদের প্রচারের শুরু থেকে ‘ওয়ার ২’ যে ভালোবাসা এবং প্রতিক্রিয়া পাচ্ছে, তাতে আমি আনন্দিত ও বিনীত। বড়পর্দায় দেখার পর মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”। অভিনেতার কাছে থেকে আরও শোনা যায় যে, তিনি ছোটবেলা থেকে অ্যাকশন ঘরানার ভীষণ ভক্ত। তাই যখনই তিনি ওয়ার ২ এর মতো ছবি করেন, তখনই তাঁর খুব ভালো লাগে।
কবিরের ওপর নজর (War 2)
‘ওয়ার ২’ (War 2) সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া। এখানে এনটিআরকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে এবং হৃতিককে ভারতীয় এজেন্টের চরিত্রে। সিনেমার কিছু ডায়লগ ইতিমধ্যেই দর্শকের সামনে এসেছে। এনটিআরের গলায় শোনা যায়, “আমার নজর অনেকদিন ধরে কবির তোমার উপর আছে। ভারতের সেরা জওয়ান। সেরা এজেন্ট ছিলে, কিন্তু এখন নয়।” যদিও অনেকেই বলছেন, হৃতিকের তুলনায় এনটিআরের উপস্থিতি এখানে কম থাকবে। আর সেটা নাকি ছবির স্বার্থেই করা হয়েছে। তবে সঠিকটা জানার জন্য ছবিটি দেখতে হবে।

আরও পড়ুন: Mainul Ahsan Noble: গায়ক নোবেলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, দিন কাটছে কারাগারে!

প্রধান মহিলা চরিত্র
২০২৫ সালে সবচেয়ে প্রতীক্ষিত ভারতীর ছবি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’। কিয়ারা আদবানিকে (Kiara Advani) প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে। তাছাড়া হৃতিকের কবিরের ভূমিকায় তাঁর জাঁকজমক, তীব্রতা, চেহারা ও অ্যাকশন দৃশ্যে অভিনয় দর্শককে আরও আকৃষ্ট করেছে। তবে ভারত-পাক দ্বন্দ্বের আবহে এই অ্যাকশন কতটা প্রাসঙ্গিক হবে তা দেখার।
আরও পড়ুন: Neel-Trina: দীর্ঘদিন আলাদা ছাদের নিচে নীল-তৃণা! টলিপাড়ায় বিচ্ছেদের ইঙ্গিত?

মুক্তি কবে?
আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। ‘ওয়ার’ ১৫০ কোটি টাকার বাজেট তৈরি। তা ৪৭৫ কোটি টাকা আয় করেছিল। ওয়ারে হৃতিকের সাথে ছিলেন টাইগার শ্রফ। এবার ‘ওয়ার ২’ কতটা এগোতে পারে তা দেখার। আপাতত দর্শক দুই সুপারস্টারের অ্যাকশন মুড দেখার অপেক্ষায়।