ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কানের (Cannes Film Festival) মঞ্চ থেকে নিন্দুকদের কড়া জবাব দিলেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)। মাথা ভর্তি সিঁদুর নিয়ে হাজির হলেন তিনি। রীতিমত স্টাইলিস লুক! তাহলে কী বোঝাতে চাইলেন অভিনেত্রী? কোন বার্তা দিলেন সমালোচকদের উদ্দেশ্যে? কারণ বলিপাড়ায় ঐশ্বর্য রাই এবং অভিষেকের (Aishwarya – Abhishek) বিচ্ছেদ জল্পনা একেবারেই নতুন নয়। মাঝে মধ্যেই সেই জল্পনা বাড়িয়ে দেয় নানান রকম পোস্ট থেকে শুরু করে কমেন্ট।
কানের মঞ্চ থেকে বার্তা! (Aishwarya Rai Bachchan)
২০২৫ সালে ১৩ মে থেকে শুরু করে ২৪ মে পর্যন্ত বিশ্বের তারকাদের যেন এক জমজমাট মেলা বসেছে কানে। ফ্রান্সের কানে আয়োজিত এই কান চলচ্চিত্র উৎসব বিশ্বের দরবারে এক অজানা আকর্ষণ সৃষ্টি করে রাখে। ঐশ্বর্য রাইকে (Aishwarya Rai Bachchan) দেখা যায় মণীশ মালহোত্রার ডিজাইন করা দুধসাদা ও সোনালির ডিজাইনের শাড়িতে। গলায় রুবি পাথরের হার। মাথা ভর্তি সিঁদুর। ঐশ্বর্যর এমন রূপে মুগ্ধ ভক্তরা।
বিচ্ছেদ জল্পনা শুধুমাত্র গুজব (Aishwarya Rai Bachchan)
বলিপাড়ায় মাঝেমধ্যেই গুঞ্জন ওঠে অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বিচ্ছেদ নিয়ে। আর এদিন কানে তাঁর মাথা ভর্তি সিঁদুর দেখে নেটপাড়া অবাক। কারণ তিনি গুজবে জল ঢেলে দিয়েছেন। ২০০৭ সালে চার হাত এক হয়েছিল এই তারকা জুটির। ২০১১ সালে আসে বচ্চন পরিবারের নতুন সদস্য। অর্থাৎ মেয়ে আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। কয়েক বছর যেতে না যেতেই মাঝে মাঝেই গুঞ্জন ওঠে তাঁদের বিচ্ছেদ নিয়ে। কখনও শোনা গিয়েছে , শাশুড়ি জয়া বচ্চন (Jaya Bachchan) তাঁকে সহ্য করতে পারেন না, আবার কখনও শোনা গিয়েছে অভিষেকের (Abhishek Bachchan) সাথে তাঁর মতবিরোধ রয়েছে। মাঝে অনেক দিনই তাঁদেরকে আর একসাথে দেখা যেত না। ফলে গুঞ্জনকে সত্যিই রূপ দিয়ে দিয়েছিল অনেকেই। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে এই তারকা জুটিকে একসাথে দেখা গেছে। তাই তারকা জুটির বিচ্ছেদ জল্পনা নেহাতই এক জল্পনা মাত্র।
আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: কানের লাল গালিচায় ঐশ্বর্যা, সাথে মেয়ে আরাধ্যা! রয়েছে কোন চমক?
ঐশ্বর্যর নজরকাড়া লুক
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) এমন রূপে দেখে ভক্তরা ফিদা। সাথে সমালোচকদের মুখের উপর কড়া জবাব দিয়ে দিয়েছেন। ঐশ্বর্যা রাইয়ের মাথায় উজ্জ্বল লাল সিঁদুর নজর কেড়েছে সকলের।
আরও পড়ুন: War 2: এনটিআরকে ভিলেন বানালেন হৃতিক! প্রকাশ্যে দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ‘ওয়ার ২’ এর সিক্রেট
বিশ্বমঞ্চে ভারতের গল্প
অভিনেত্রী কেবল ফ্যাশন নয়, জাতির গর্ব ও নারী শক্তির প্রকাশ দেখিয়েছেন। অনেকেই মনে করছেন , এমন লুকের মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃতি সহ অপারেশন সিঁদুরের প্রতি একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছেন। আর ভারত-পাক সংঘাতের আবহের প্রেক্ষাপটে , কানের রেড কার্পেটে সিঁদুর পরা লুক যেন আরও দর্শকদের মন কেড়েছে। অনেক ভক্তরাই বলেছেন, ঐশ্বর্য রাই বিশ্বমঞ্চে ভারতের গল্প তুলে ধরেছেন।