ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে তদন্ত জোরদার করল একাধিক রাজ্যের পুলিশ (Jyoti Malhotra)। দেশের নানা সংবেদনশীল এলাকায় তাঁর সফর এবং সেইসব স্থানের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করার প্রেক্ষিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির (NIA) নজরে এসেছেন এই ইউটিউবার। সূত্রের খবর, হরিয়ানা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু-কাশ্মীর-সহ বিভিন্ন রাজ্যের পুলিশ।
দেশে ও বিদেশে বহু জায়গায় সফর জ্যোতির (Jyoti Malhotra)
তদন্তকারীরা জানতে পেরেছেন, জ্যোতি মলহোত্রা সম্প্রতি দেশে ও বিদেশে বহু জায়গায় সফর করেছেন এবং সেই সফরের তথ্য নিজের ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করেছেন (Jyoti Malhotra)। বেশ কিছু পোস্টে এমন সংবেদনশীল জায়গার ছবি-ভিডিও রয়েছে, যা সাধারণভাবে নিরাপত্তাজনিত কারণে নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এলাকা হিসেবে গণ্য হয়। এই কারণেই তাঁর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তদন্তকারীরা।
জ্যোতির সফরের বিস্তারিত তালিকা (Jyoti Malhotra)
পুলিশ সূত্রে খবর, জ্যোতি যে রাজ্যগুলিতে গিয়েছেন (Jyoti Malhotra), তার মধ্যে রয়েছে,
- জম্মু-কাশ্মীর: পহেলগাঁও, গুলমার্গ, শ্রীনগর
- রাজস্থান: ভারত-পাক সীমান্ত
- দিল্লি: একাধিক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান
- উত্তরপ্রদেশ: বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, বৃন্দাবন
- ওড়িশা: পুরী
- বিহার: ভাগলপুর
- পশ্চিমবঙ্গ: কলকাতা
- পঞ্জাব: অমৃতসরের স্বর্ণমন্দির ও অটারী সীমান্ত
- উত্তরাখণ্ড ও অন্যান্য: নানা তীর্থ ও পর্যটনকেন্দ্র
তাঁর পোস্ট করা ভিডিওগুলির মাধ্যমে এসব জায়গায় ঠিক কোথায় গিয়েছিলেন, কত দিন ছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন, তা জানতে চায় পুলিশ।

জেরা ও হেফাজতে নেওয়ার প্রস্তুতি (Jyoti Malhotra)
তদন্তে সহায়তার জন্য জ্যোতিকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে একাধিক রাজ্য পুলিশ(Jyoti Malhotra)। জানা গিয়েছে, তাঁর ঘনিষ্ঠ যোগাযোগগুলি নিয়েও খোঁজখবর চলছে। তাঁর সফর চলাকালীন ব্যবহৃত মোবাইল, ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য উদ্ধারের চেষ্টা করছে ফরেনসিক টিম।

তদন্তকারীদের সন্দেহ (Jyoti Malhotra)
পুলিশের এক শীর্ষকর্তা জানান, “জ্যোতি মলহোত্রার পোস্ট করা কিছু কনটেন্ট সন্দেহজনক। বিশেষত সীমান্তবর্তী ও সামরিকভাবে সংবেদনশীল এলাকা ঘুরে ঘুরে ছবি তোলা এবং তা প্রকাশ্যে পোস্ট করার ক্ষেত্রে তার উদ্দেশ্য খতিয়ে দেখা জরুরি।” স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও এই মামলায় নজর রাখছে বলে সূত্রের খবর। যদি প্রমাণিত হয়, জ্যোতি কোনও বিদেশি শক্তির হয়ে গোপন তথ্য সংগ্রহ করেছেন, তা হলে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের হতে পারে।
সমাজমাধ্যমে বিভাজিত প্রতিক্রিয়া(Jyoti Malhotra)
ঘটনা সামনে আসতেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে (Jyoti Malhotra)। অনেকে জ্যোতির কাজকে “ট্র্যাভেল ব্লগিং” বলে দাবি করলেও, অন্য পক্ষ তাঁর পোস্ট করা ছবির প্রেক্ষিতে প্রশ্ন তুলেছে— কিসের ভিত্তিতে তিনি এত সংবেদনশীল জায়গায় অনায়াসে প্রবেশ করতে পারলেন? বর্তমানে জ্যোতি মলহোত্রাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি তাঁর অতীত সফর, যোগাযোগ এবং আর্থিক লেনদেনের খতিয়ান তৈরি করছে। তদন্ত এগোলে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে ধারণা।